গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্রের অভিযোগ এনসিপির

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার কর্মসূচিতে সশস্ত্র হামলার ঘটনার পেছনে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। গোপালগঞ্জে ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার দাবিতে এই কর্মসূচির আয়োজন করে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
আরিফুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধানকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দিল্লি নানা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই গোপালগঞ্জে গণ–অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে—প্রধানমন্ত্রীর নির্দেশেই ওই হামলা হয়েছে। এ থেকেই প্রমাণ হয় দিল্লি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশে হস্তক্ষেপ করছে। এটা বন্ধ করতে হবে।’
ভারতের পররাষ্ট্রসচিবের গোপালগঞ্জ পরিস্থিতি পর্যবেক্ষণের মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতা। তিনি বলেন, ‘আপনারা পর্যবেক্ষণ করবেন, নাকি অস্ত্র দিয়ে সন্ত্রাসীদের সাহায্য করেছেন—তা তদন্তের দাবি রাখে।’
হামলার পরও ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন, সেটিকে তিনি এনসিপির গণভিত্তির প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
জুলাই সনদের অগ্রগতির অভাব নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপি নেতা। তিনি বলেন, ‘জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে, মৌলিক সংস্কার ছাড়া এ রাষ্ট্রে নাগরিকের মর্যাদা ও গণতন্ত্র টিকবে না। আমরা সরকারকে ৩ আগস্টের মধ্যে জুলাই সনদ জারি ও গণভোট আয়োজনের আহ্বান জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘দেশের যেকোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার রয়েছে কর্মসূচি পালনের। যারা গোপালগঞ্জের হামলার পক্ষে মত দিচ্ছেন, তারা গণহত্যাকারী দলের মদদদাতা।’
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ, এস এম শাহরিয়ার, আকরাম হোসাইনসহ কেন্দ্র ও মহানগর পর্যায়ের নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সংগঠক ও সমন্বয়ক এম এম শোয়াইব।