বুধবার ২৪ এপ্রিল ২০২৪, বৈশাখ ১১ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

বাংলাদেশের মানুষের গড় স্বাস্থ্যকর আয়ু ৬৪ বছর 

 প্রকাশিত: ১১:৩২, ২৪ মে ২০২২

বাংলাদেশের মানুষের গড় স্বাস্থ্যকর আয়ু ৬৪ বছর 

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭৪ বছর ৩ মাস। কিন্তু এদেশের মানুষের স্বাস্থ্যকর আয়ু ৬৪ বছর ৩ মাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০২২ প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আয়ু বিষয়ে হিসেব উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের আয়ু বিষয়ে এই পরিসংখ্যান। 

বিষয়টা হলো স্বাস্থ্যকর আয়ু। এমনিতে বাংলাদেশের একজন পুরুষের এখন গড় আয়ু ৭৩ বছর। নারীর ক্ষেত্রে এটা ৭৫ বছর ৬ মাস। কিন্তু বেশিরভাগ মানুষ আয়ুর এই পুরোটা সময় সুস্থভাবে বাঁচতে পারেন না। নানা রোগব্যধী ঘিরে ধরে। কমবেশি সমস্যায় জর্জরিত থাকতে হয়। সেই হিসেবে গড় আয়ু থেকে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার হিসেবে ১০ বছরের এদিক ওদিক। 

স্বাস্থ্যকরভাবে বেঁচে থাকা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে বিশ্বের নানা প্রান্তের কোথাও কোনো দেশ এগিয়ে, কোনো দেশ পিছিয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের মানুষের গড় স্বাস্থ্যকর প্রত্যাশিত আয়ু ৬৪ বছর ৩ মাস। পুরুষের ক্ষেত্রে এই গড় আয়ু ৬৪ বছর ২ মাস। আর নারীর ক্ষেত্রে গড় স্বাস্থ্যকর আয়ু ৬৪ বছর ৪ মাস।

মন্তব্য করুন: