বুধবার ১৫ অক্টোবর ২০২৫, আশ্বিন ৩০ ১৪৩২, ২২ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

মরণোত্তর পদক বিতরণ অনুষ্ঠানে ‘শহিদ’ চার্লি কার্ককে সম্মান জানালেন ট্রাম্প বুধবার গাজার রাফাহ ক্রসিং পুনরায় চালু করবে ইসরায়েল ৫ দফা দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা গাজা ঘোষণাপত্রে নেতাদের স্বাক্ষর ‘মধ্যপ্রাচ্যের জন্য অসাধারণ দিন’: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে `শেষ পর্যন্ত লড়াই` করবে চীন গাজা থেকে মুক্ত ৭ জিম্মিকে গ্রহণ করেছে ইসরাইল ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল ঘানার নৌকাডুবিতে ১৫ জন নিহত বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার চব্বিশের গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল : চিফ প্রসিকিউটর বিগত তিনটি নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য চেয়েছে তদন্ত কমিশন পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ নেই: ইরান

স্বাস্থ্য

প্রতিদিন ডিম: উপকারী নাকি ক্ষতিকর?

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:২৪, ৫ জুলাই ২০২৫

প্রতিদিন ডিম: উপকারী নাকি ক্ষতিকর?

সঠিক উপায়ে ডিম খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে।

এক সময় মনে করা হতো, বেশি ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডিমে কোলেস্টেরল বেশি থাকায় তা হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ ও অন্যান্য সমস্যার ঝুঁকি বাড়ায়—এমন ধারণাই ছিল বেশিরভাগ মানুষের। তবে সাম্প্রতিক গবেষণা বলছে, প্রতিদিন একটি ডিম খাওয়ার অভ্যাস শরীরের জন্য উপকারী হতে পারে।

চীনে পরিচালিত একটি বড় সমীক্ষার তথ্য বলছে, প্রতিদিন একটি করে ডিম খাওয়ার কারণে হৃদ্‌রোগ বা রক্ত সঞ্চালনের কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। বরং এতে থাকা প্রোটিন, ভিটামিন এ, ডি, বি, বি১২ এবং অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান যেমন লুটেইন ও জিয়াস্যানথিন চোখের সুরক্ষায় সাহায্য করে।

একটি মাঝারি আকারের ডিমে (প্রায় ৫৮ গ্রাম) থাকে ৪.৬ গ্রাম চর্বি। এর মধ্যে মাত্র এক-চতুর্থাংশ হলো জমাট চর্বি (স্যাচুরেটেড ফ্যাট)। যদি আগে থেকে কারও কোলেস্টেরল, হৃদ্‌রোগ বা ফ্যাটি লিভারের সমস্যা না থাকে, তাহলে এই পরিমাণ কোলেস্টেরল সাধারণত ক্ষতিকর নয়।

কতটুকু খাবেন?

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন একটি করে ডিম খাওয়া নিরাপদ। তবে মনে রাখতে হবে, ডিম ছাড়াও আমাদের প্রতিদিনের খাবার থেকে অনেক সময় অতিরিক্ত প্রোটিন শরীরে প্রবেশ করে, যা প্রয়োজনের তুলনায় দুই–তিন গুণ পর্যন্ত বেশি হতে পারে। তাই ডিমের পাশাপাশি অন্য খাবার থেকেও প্রোটিনের পরিমাণে ভারসাম্য রাখা জরুরি।

কীভাবে খাবেন ডিম?

ডিম খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যসম্মত উপায় হলো সেদ্ধ বা পানিতে পোচ করে খাওয়া। ডিম ভাজা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে ব্যবহৃত তেল বা মাখনের চর্বি কোলেস্টেরল বাড়াতে পারে।
কাঁচা বা হালকা রান্না করা ডিমেও পুষ্টি থাকে, তবে সে ক্ষেত্রে জীবাণুমুক্ত ডিম নিশ্চিত হওয়া জরুরি। নয়তো স্যালমোনেলা সংক্রমণের ঝুঁকি থাকতে পারে।

ফাটা বা ভাঙা ডিম কখনোই না কেনাই ভালো। এসব ডিমে সহজেই জীবাণু ঢুকে যেতে পারে। ফ্রিজের নির্দিষ্ট ডিম রাখার বক্সে সংরক্ষণ করলে তা তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। হিমায়িত অবস্থায় ডিমের কুসুম ও সাদা অংশ তিন মাস পর্যন্ত ব্যবহারযোগ্য।