দলীয় কোন্দলে দুই কর্মীর মৃত্যু, কালীগঞ্জ বিএনপিতে বড় সিদ্ধান্ত

কালীগঞ্জ থানা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে বিএনপি কর্মী আপন দুই ভাই মোহাব্বত আলী ও ইউনুচ আলী হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম এবং সাবেক সদস্য আশরাফ মহুরিকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি। একই সঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) ঝিনাইদহ জেলা বিএনপির দফতর সম্পাদক আবু সাইদ জোয়াদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, “আজ তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।”
নতুন কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখন এমন কোনও চিন্তা নেই আমাদের।”
উল্লেখ্য, গত ১ জুন কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী মোহাব্বত আলী নিহত হন। এরপর ৪ জুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ছোট ভাই ইউনুচ আলী। হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জুন নিহত মোহাব্বত আলীর ছেলে এনামুল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ডা. নুরুল ইসলামকে ১ নম্বর আসামি করে ৫৮ জনের নাম উল্লেখ করা হয়।