সাভারে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, শ্রমিকদের লাঠিচার্জ

সাভারে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন না পাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ।
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে সাভারের একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হেমায়েতপুর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা এই আন্দোলন করেন, যা চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে বড় ধরনের যানজট সৃষ্টি হয়।
পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় এবং মহাসড়ক পুনরায় সচল হয়।
শ্রমিকরা জানান, রোববার (১ জুন) তাদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা পূরণ করেনি। এর আগে ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত কারখানায় লে-অফ ঘোষণা করা হয় এবং এপ্রিল মাসের বকেয়া বেতন ২৫ মে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও শ্রমিকরা সেই বেতন পাননি। ২৫ মে সড়ক অবরোধের পর ২৯ মে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলেও মালিকপক্ষ তা পূরণ করেনি।
শ্রমিকরা বলছেন, মালিকপক্ষ দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় ঈদের আগে বেতন ও বোনাস না পেলে সমস্যা হবে।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়, পরে বাধ্য হয়ে টিয়ারশেল ও জলকামান ব্যবহার করা হয়। সমস্যা সমাধানের জন্য কাজ চলছে।
কারখানা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।