৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, টেলিযোগাযোগসেবা বিঘ্নিত

বজ্রপাত ও বৃষ্টিতে বিপর্যস্ত টেলিকম সেবা: ৫ হাজারের বেশি টাওয়ার বন্ধ
দেশজুড়ে টেলিযোগাযোগসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে পাঁচ হাজারের বেশি মোবাইল টাওয়ার (বেজ ট্রান্সসিভার স্টেশন - বিটিএস) বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁর ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল থেকেই টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইছে। নিম্নচাপটি বর্তমানে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এবং আজকের মধ্যেই এটি লঘুচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর প্রভাবে আজ ও আগামীকাল সারাদেশেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের অন্তত পাঁচটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে সারা দেশে টেলিযোগাযোগসেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎ ও টেলিযোগাযোগ খাতের কর্মীরা।’
তিনি আরও জানান, বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলে দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।