শুক্রবার ১১ জুলাই ২০২৫, আষাঢ় ২৭ ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৭

ব্রেকিং

এনবিআর সংস্কার পরিষদের বহু সদস্যের ‘ক্ষমা প্রার্থনা’, মাঠে ফেরার প্রস্তুতি ৭.৭৫ কোটি টাকার স্থাপনা ভেঙে নতুন স্মৃতিস্তম্ভ গড়ার কাজ শুরু ইসরায়েল আমাকে হত্যা করতে চেয়েছিল: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান আশরাফুল, সাকিবদের পর এবার নতুনদের চিনছে শ্রীলঙ্কা বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা যাবে না: সাকি সংখ্যানুপাতিক ব্যবস্থায়(পিআর) ‘ভবিষ্যৎ বিভক্তি’র শঙ্কা তারেক রহমানের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজড কলেজ প্যাডে ছাত্রদলের প্রচারণা? অধ্যক্ষের ব্যাখ্যা ঘিরে বিতর্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সংঘাত বিস্তার: বিশ্লেষণ কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮ “ত্রাণ নিতে এলে গুলি করতাম”—গাজার ঘটনায় মুখ খুললেন ইসরায়েলি সেনারা তেহরানে ধ্বংসস্তূপে উদ্ধার চলছেই, মৃতের সংখ্যা ছাড়াল ৪৫০ ইরানে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে ইসরায়েলের টার্গেটে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ১৩ জুন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: ফখরুল রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হবে কাঁচের মতো স্বচ্ছ ঘর: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ঘোষিত সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির উদ্দিন মণিপুরে আবার উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের চাপে ঢাকার ৪ থানায় সক্রিয় অর্ধশতাধিক অপরাধী দল জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ–ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই: এনসিপি ২৫ কিলোমিটার যানজট, ২৪ ঘণ্টায় পারাপার ৬৪ হাজার যানবাহন বান্দরবানের রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, জাতিসংঘ নিরাপত্তা গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় ৬০ রিসোর্ট বন্ধ নির্বাচন নিয়ে তরুণদের প্রতি অসত্য অভিযোগ ও বাস্তবতা ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয় সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক একুশের বন্ধুত্বে আগামীর পথচলা: বার্ষিক সম্মেলনে ২১তম বিসিএস প্রশাসন ফোরাম বিজিএমইএ`র নতুন নেতৃত্বে আসছেন বাবু, নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত জিলহজ মাসের আমল ও কোরবানির তাৎপর্য চট্টগ্রামে নারীকে লাথির ঘটনায় ভাইরাল আকাশ চৌধুরী বহিষ্কৃত, জামায়াতের বিবৃতি সংকট নিরসনে উদ্যোগ নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল পবিস শ্রমিকরা আনচেলত্তির স্বপ্ন - রিয়াল মাদ্রিদের মতো করে খেলাবেন ব্রাজিলকে ডিমের দাম এখনো চড়া, ডজন ১৩০–১৪০ টাকায় বিক্রি বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ হারের পর লিটনের মনোভাব - এখনো দুই ম্যাচ বাকি কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে ডিএনএ টেস্ট করে নামফলক ও মর্যাদা চায় শহীদ পরিবারের সদস্যরা বেতন না পেয়ে ডাকাতি, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ তিনজন আটক “বাংলাদেশে কৌশলগত স্বার্থ নেই দক্ষিণ কোরিয়ার”—রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক “শাপলার হত্যাকাণ্ডের বিচার চাই”—হেফাজতের বিবৃতি মির্জা আব্বাস: “করিডর আর স্টারলিংক আনা হচ্ছে আরাকান আর্মির জন্য” জিলহজ মাসের চাঁদ দেখে যে দোয়া পড়বেন নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম ‘চিন্তার স্বাধীনতাও হারাচ্ছি?’— নারী কমিশন বিতর্কে গীতিআরার উদ্বেগ ইউক্রেনে রাশিয়ার টানা হামলায় নিহত ১২, কঠোর চাপের আহ্বান জানালেন জেলেনস্কি সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

স্পেশাল

বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন শহীদ নাঈম

 প্রকাশিত: ০৯:২৩, ১৩ মার্চ ২০২৫

বিচারক হওয়ার স্বপ্ন দেখতেন শহীদ নাঈম

শানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র, ১৭ বছর বয়সী মো. নাঈম স্বপ্ন দেখতেন বিচারক হওয়ার। কিন্তু বুলেট তার সেই স্বপ্ন ও জীবন একসঙ্গে ছিনিয়ে নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়।

গত বছরের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান নাঈম।

আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নের সময় নাঈম শহীদ হন। আন্দোলন তখন কেবল ছাত্রদের আন্দোলন ছিল না, এটি রূপ নিয়েছিল ছাত্র-জনতার বিদ্রোহে।

তার বুকে, হৎপিণ্ডের ঠিক ওপরে প্রবেশ করা একটি গুলি শুধু তার জীবনই কেড়ে নেয়নি, বরং তার পরিবারকেও আর্থিক ও মানসিকভাবে এক অনিশ্চয়তার অন্ধকারে নিক্ষেপ করেছে। তার বাবা মো. কামরুল ইসলাম, একজন পোশাককর্মী, ছেলের মৃত্যুর পর মানসিক আঘাতে বিপর্যস্ত থাকায় কাজে ফিরতে পারেননি।

‘বিচারক হওয়ার স্বপ্ন দেখত নাঈম’

কামরুল ইসলাম (৫৮) জানান, নাঈম শব্যাডমিন্টন, ক্রিকেট ও ফুটবলে খুবই পারদর্শীই ছিল। এছাড়া আইনজীবী আত্মীয়দের দেখে বিচারক হওয়ার স্বপ্ন দেখত সে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘ও আমাকে বারবার বলত— 'আব্বু, তুমি কষ্ট পেও না। আমি বড় হয়ে তোমাকে সুখে রাখব।'

যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার ভাড়াবাসায় বসে ছেলের মৃত্যুর স্মৃতিচারণ করতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি কামরুল।

নাঈম ছিল কামরুল ইসলাম ও গৃহিণী মাহমুদা পারভীন (৪৫) দম্পতির দুই ছেলের মধ্যে ছোট। বড় ছেলে মো. নোমান কবি নজরুল সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

‘ও ফিরল না’

কামরুল জানান, ১৯ জুলাই সকালে তিনি জ্বর ও প্রচণ্ড মাথাব্যথায় শয্যাশায়ী ছিলেন। জুমার আজানের আগে গোসল করে নামাজে যাওয়ার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত শরীর খারাপ লাগায় যেতে পারেননি।

কিন্তু নাঈম সেদিন জুমার নামাজ পড়ে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তার মা জিজ্ঞাসা করেন, নাঈম কোথায়? কামরুল তখন জানান, তিনি কিছুই জানেন না।

বিকেল ৪টার দিকে ছেলের ফেরার অপেক্ষায় ব্যাকুল হয়ে পড়েন মাহমুদা। তখন যাত্রাবাড়ীতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছিল।

‘ওর মা আমাকে বলল, 'তুমি একবার বেরিয়ে দেখো, ছেলেটা কোথায়?' আমি তখন বললাম, শরীর ভালো না। কিন্তু ওর অনুরোধে বাড়ির মালিকের সহায়তায় বের হই,’ বলেন কামরুল।

কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছে দেখেন, চারদিক নিস্তব্ধ। অথচ সকালেই ছিল তুমুল উত্তেজনা। তিনি জানতেন না, কয়েক ঘণ্টা আগেই সেখানে রক্ত ঝরেছে, যেখানে তার ছেলেসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।

‘কেউ বলল, গুলি চলেছে। কিন্তু আমি তখনি ভাবছিলাম, নাঈম তো আন্দোলনে যায় না। পরে বুঝলাম, ও আসলে গোপনে আন্দোলনে যেত,’ কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।

নাঈমকে না পেয়ে বাসায় ফিরে বিশ্রাম নিচ্ছিলেন কামরুল, কিন্তু তার মা ছেলের খোঁজে অস্থির হয়ে ওঠেন।

‘রক্তের বন্যায় লাশ, কিন্তু নাঈম কোথাও নেই’

রাত ১২টায় কারফিউ জারি হলেও তারা রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত যাত্রাবাড়ী ও ডেমরার বিভিন্ন হাসপাতাল ঘুরে ছেলের সন্ধান করেন। কিন্তু কোথাও পাননি।

অবশেষে ভোরে ফজরের নামাজ পড়ে বড় ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেলে যান কামরুল। হাসপাতালের প্রতিটি কর্নারে আহতদের মাঝে খুঁজতে থাকেন নাঈমকে।

‘আমরা ভাবছিলাম, হয়তো ও আহত বা গ্রেপ্তার হয়েছে। কিন্তু তখনো জানতাম না, ও বেঁচে নেই,’ বলেন কামরুল।

হাসপাতালের কর্মীরা জানান, ১৯ জুলাই সেখানে ১০০০-১৫০০ আহত ভর্তি হয়েছিল। আহতদের মধ্যে খুঁজে না পেয়ে তারা মর্গে যান।

‘আমি ৮০-৯০টি লাশ পড়ে থাকতে দেখলাম, কিন্তু নাঈমকে পেলাম না। মর্গ ছিল রক্তে ভরা। তখন আমি নিশ্চিত হলাম, আমার ছেলে বেঁচে আছে। কারণ, সে লাশের মাঝে নেই,’ বলেন তিনি।

এমন সময় বাড়ির মালিক ফোন করে জানান, নাঈমের খোঁজ পাওয়া গেছে। কিছুক্ষণ আশা জেগে উঠলেও পরের কথায় সব শেষ হয়ে যায়— ‘নাঈম মারা গেছে।’


রাকিব নামে এক ছেলে গুলিবিদ্ধ নাঈমকে হাসপাতালে নিয়ে যায় এবং নিজের নামে ভর্তি করায়, কারণ সে তখনও নাঈমের পরিচয় জানত না।

কামরুল আবার মর্গে ফিরে যান। অনেক খোঁজাখুঁজির পর ফ্রিজিং মর্গে ছেলের নিথর দেহ খুঁজে পান। স্ত্রী ও অন্যরা সেটি দেখে জ্ঞান হারান।

সন্ধ্যা ৬টায় আইনি প্রক্রিয়া শেষে লাশ নিয়ে বরিশালের নলছিটি উপজেলার গ্রামের বাড়িতে যান। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে নাঈমকে দাফন করা হয়।

‘বিচার চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’

নাঈমের মা মাহমুদা পারভীন এখনও ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না।‘ সেদিন সকালে ছেলেটা মজার কথা বলেছিল। জানতাম না, ওর জীবনের শেষ সকাল,’ বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি।

‘বাড়ির প্রতিটি কোণে ওর স্মৃতি। দরজায় কেউ নক করলেই মনে হয়, নাঈম এসেছে। এখনও প্রতিদিন দুপুর ৩টায় ওর ফেরার অপেক্ষায় বসে থাকি,’ বলেন কান্নায় ভেঙে পড়া এই মা।

ছেলের পড়ার টেবিল দেখিয়ে তিনি বলেন, ‘ওর বই, কম্পিউটার, সাউন্ডবক্স, টেবিল ফ্যান সব যেমন ছিল, তেমনই আছে। আমি কিছুই সরাতে পারিনি।’

নাঈমের পরিবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ‘আমি শেখ হাসিনাসহ আমার ছেলেকে হত্যার জন্য যারা দায়ী, তাদের ফাঁসি চাই। গুলি করে ওদের শরীর ঝাঁঝরা করে ফেলা হোক, যাতে ওরা মৃত্যুর আগে সেই যন্ত্রণা বোঝে,’ রাগে-ক্ষোভে বলেন, মাহমুদা পারভীন।