শেখ হাসিনার সম্বোধনবিধি বাতিল, ফেরছে পদের মর্যাদা

প্রায় ১৬ বছর ধরে চালু থাকা একটি বিতর্কিত বিধান বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। স্বৈরশাসক খুনি শেখ হাসিনার শাসনামলে প্রবর্তিত এ নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধনের বাধ্যবাধকতা ছিল। এমনকি উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও একই ধরনের সম্বোধন ব্যবহার করা হতো।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে সরকারি কর্মকর্তাদের জন্য ‘স্যার’ সম্বোধন বাধ্যতামূলক করে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। নতুন প্রশাসন এটিকে অস্বাভাবিক ও বিতর্কিত বিধান হিসেবে চিহ্নিত করে বাতিল করেছে।