ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে মারা গেলে আল্লাহর কাছে জবাবদিহি করা প্রসঙ্গে

প্রশ্ন: সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ইন্তেকাল করলে আখেরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে?
উত্তর: মোবাইলের মাধ্যেমে সিম থেকে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার মানে হলো, আপনি ঐ সিম কোম্পানীর কাছ থেকে উক্ত টাকা ঋণ হিসেবে নিয়েছেন।
অন্যান্য ঋণ যেভাবে পরিশোধ করা আপনার দায়িত্ব ও কর্তব্য, তেমনি মোবাইল রিচার্জের ঋণও পরিশোধ করা আপনার কর্তব্য।
যদি তা আদায় না করে কেউ মৃত্যুবরণ করে, আত্মীয়-স্বজনদের উচিত সেই ঋণ পরিশোধ করে দেয়া।
যদি আপনার ইচ্ছে থাকার সত্বেও উক্ত ঋণ পরিশোধ করার আগেই মৃত্যুবরণ করে থাকেন, তাহলে আশা করা যায় যে, হয়তো আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ইচ্ছেকৃতভাবে পরিশোধ না করা বা পরিশোধ না করার ইচ্ছে থাকা অবস্থায় ইন্তেকাল করলে আল্লাহ তা’আলার কাছে এর জবাবদিহি করতে হবে।
তথ্যসুত্র: ১. সূরাতুন নিসা ৪৮; ২. তিরমিজি ১/২০৩; ৩. নাসাঈ ২/২০২; ৪. রদ্দুল মুহতার ২/৫৩৩; ৪. মাবছুত ৩/১২৪
والله اعلم بالصواب
উত্তর লিখনে
মুফতি বেলাল রহমানী
উস্তাজুল ইফতা– ইসলামিক রিসার্চ একাডেমি বাংলাদেশ, বসুমতি, ভাটারা, ঢাকা।