রোববার ১৮ জানুয়ারি ২০২৬, মাঘ ৫ ১৪৩২, ২৯ রজব ১৪৪৭

ব্রেকিং

উত্তর সিরিয়ায় নিয়ন্ত্রণ বাড়াল সিরীয় সেনাবাহিনী আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা ইসির সামনে রাত পর্যন্ত অবস্থানের ঘোষণা ছাত্রদলের ‘প্লট দুর্নীতি’: হাসিনা, টিউলিপ, ববির মামলার রায় ২ ফেব্রুয়ারি ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ গ্রিনল্যান্ড নিয়ে বিরোধিতা: ইউরোপের ৮ দেশে শুল্ক আরোপ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ‘অগ্রহণযোগ্য’: ইউরোপীয় নেতারা বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল বিকালে ‘দুষ্কৃতকারীর’ গণবিজ্ঞপ্তি, মধ্যরাতে বিএনপি নেতা বাদ ফেসবুকে শীর্ষদের তালিকায় ট্রাম্পের চেয়ে এগিয়ে তারেক রহমান করাচিতে শপিং মলে আগুনে নিহত অন্তত ৬, আহত ২০

জাতীয়

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ জারি, সেবাকর্মীদের জন্য বাড়তি সুবিধা

 প্রকাশিত: ১৭:৩৫, ১৫ এপ্রিল ২০২৫

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ জারি, সেবাকর্মীদের জন্য বাড়তি সুবিধা

অর্থ মন্ত্রণালয় "আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫" জারি করেছে, যার লক্ষ্য সরকারি সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করা। এই নীতিমালাটি নববর্ষের উপহার হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জারি করা হয়েছে।

নীতিমালায় পাঁচটি সাধারণ সেবা ও তিনটি বিশেষ সেবার জন্য সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। সেবাকর্মীরা বছরে দুটি উৎসব প্রণোদনা (প্রতিটি এক মাসের সেবামূল্যের অর্ধেক) এবং বৈশাখী প্রণোদনা (মাসিক সেবামূল্যের ২০%) পাবেন। এছাড়া বার্ষিক ১৫ দিনের ছুটি, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মৌলিক কাজের ওপর প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে।

প্রতিটি অর্থবছরে সেবাকর্মীরা দুই সেট ইউনিফর্ম পাবেন এবং তা পরে কাজ করবেন। নারী সেবাকর্মীদের ক্ষেত্রে অগ্রাধিকারসহ ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবে। পাশাপাশি, সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সুযোগও থাকছে।

সেবামূল্য সরাসরি সেবাকর্মীর নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পরিশোধ করা হবে এবং মাস শেষের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে তা প্রদানের নিশ্চয়তা থাকবে। অতিরিক্ত কাজের জন্য, অর্থ বিভাগের সম্মতিতে বাড়তি সেবামূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।

এই নীতিমালার মাধ্যমে আউটসোর্সিং সেবাকর্মীদের প্রণোদনা ও অধিকার আরও সুসংগঠিত করা হয়েছে।