সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, পৌষ ১ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

হাদির হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত থেকে ৫০ হাজার টন চাল আনবে সরকার হাদিকে নিয়ে বক্তব্য প্রত্যহার করে ক্ষমা চান: সিইসিকে ডাকসুর ভিপি প্রোভিসির বিতর্কিত বক্তব্য: চবির প্রশাসনিক ভবনে তালা হাদি হত্যাচেষ্টায় ফয়সাল করিমের স্ত্রী-শ্যালক-বান্ধবী ৫ দিনের রিমান্ডে হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল মোবাইল আমদানিতেও কর ‘ছাড় দিতে রাজি’ এনবিআর সিঙ্গাপুরযাত্রায় ওসমান হাদি হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই: সিইসি জকসু নির্বাচন: ‘ভুয়া’ অভিযোগকারীর কথায় ৬ প্রার্থী বাদ বন্ডাই বিচে ১৫ জনকে গুলি করে হত্যার পেছনে ‘বাবা ও ছেলে’ যুদ্ধ অবসানে ‘সংলাপে’ প্রস্তুত জেলেনস্কি বলসোনারোর সাজা কমানোর বিলের বিরুদ্ধে ব্রাজিলে গণবিক্ষোভ সিডনিতে ইহুদি উৎসবে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের

জাতীয়

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ জারি, সেবাকর্মীদের জন্য বাড়তি সুবিধা

 প্রকাশিত: ১৭:৩৫, ১৫ এপ্রিল ২০২৫

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ জারি, সেবাকর্মীদের জন্য বাড়তি সুবিধা

অর্থ মন্ত্রণালয় "আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫" জারি করেছে, যার লক্ষ্য সরকারি সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করা। এই নীতিমালাটি নববর্ষের উপহার হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জারি করা হয়েছে।

নীতিমালায় পাঁচটি সাধারণ সেবা ও তিনটি বিশেষ সেবার জন্য সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। সেবাকর্মীরা বছরে দুটি উৎসব প্রণোদনা (প্রতিটি এক মাসের সেবামূল্যের অর্ধেক) এবং বৈশাখী প্রণোদনা (মাসিক সেবামূল্যের ২০%) পাবেন। এছাড়া বার্ষিক ১৫ দিনের ছুটি, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মৌলিক কাজের ওপর প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে।

প্রতিটি অর্থবছরে সেবাকর্মীরা দুই সেট ইউনিফর্ম পাবেন এবং তা পরে কাজ করবেন। নারী সেবাকর্মীদের ক্ষেত্রে অগ্রাধিকারসহ ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবে। পাশাপাশি, সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সুযোগও থাকছে।

সেবামূল্য সরাসরি সেবাকর্মীর নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পরিশোধ করা হবে এবং মাস শেষের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে তা প্রদানের নিশ্চয়তা থাকবে। অতিরিক্ত কাজের জন্য, অর্থ বিভাগের সম্মতিতে বাড়তি সেবামূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।

এই নীতিমালার মাধ্যমে আউটসোর্সিং সেবাকর্মীদের প্রণোদনা ও অধিকার আরও সুসংগঠিত করা হয়েছে।