রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

জাতীয়

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ জারি, সেবাকর্মীদের জন্য বাড়তি সুবিধা

 প্রকাশিত: ১৭:৩৫, ১৫ এপ্রিল ২০২৫

আউটসোর্সিং নীতিমালা ২০২৫ জারি, সেবাকর্মীদের জন্য বাড়তি সুবিধা

অর্থ মন্ত্রণালয় "আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫" জারি করেছে, যার লক্ষ্য সরকারি সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করা। এই নীতিমালাটি নববর্ষের উপহার হিসেবে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জারি করা হয়েছে।

নীতিমালায় পাঁচটি সাধারণ সেবা ও তিনটি বিশেষ সেবার জন্য সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে। সেবাকর্মীরা বছরে দুটি উৎসব প্রণোদনা (প্রতিটি এক মাসের সেবামূল্যের অর্ধেক) এবং বৈশাখী প্রণোদনা (মাসিক সেবামূল্যের ২০%) পাবেন। এছাড়া বার্ষিক ১৫ দিনের ছুটি, এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মৌলিক কাজের ওপর প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে।

প্রতিটি অর্থবছরে সেবাকর্মীরা দুই সেট ইউনিফর্ম পাবেন এবং তা পরে কাজ করবেন। নারী সেবাকর্মীদের ক্ষেত্রে অগ্রাধিকারসহ ৪৫ দিনের মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবে। পাশাপাশি, সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির সুযোগও থাকছে।

সেবামূল্য সরাসরি সেবাকর্মীর নিজস্ব ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পরিশোধ করা হবে এবং মাস শেষের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে তা প্রদানের নিশ্চয়তা থাকবে। অতিরিক্ত কাজের জন্য, অর্থ বিভাগের সম্মতিতে বাড়তি সেবামূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে।

এই নীতিমালার মাধ্যমে আউটসোর্সিং সেবাকর্মীদের প্রণোদনা ও অধিকার আরও সুসংগঠিত করা হয়েছে।