সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, পৌষ ২২ ১৪৩২, ১৬ রজব ১৪৪৭

ব্রেকিং

বিমানের ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত দাম বাড়ল এলপিজির প্রাথমিকে শিক্ষক নিয়োগ: সকালে নয়, পরীক্ষা হবে শুক্রবার বিকালে ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, ভেন্যু সরাতে বলবে বিসিবি আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে: তথ্য উপদেষ্টা এত মানুষের শ্রদ্ধা জানানোর দৃশ্য আমাদের পরিবার ভুলবে না: তারেক রহমান কাওরানবাজারে পুলিশের সঙ্গে মোবাইল ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মামলার জট কমাতে সহযোগিতা চাইলেন নতুন প্রধান বিচারপতি শরীয়তপুরে খোকন দাস হত্যায় ৩ আসামি গ্রেপ্তার ২০২৫ সালে সড়কে ঝরেছে ৯১১১ প্রাণ ভেনেজুয়েলায় ডেলসি অন্তর্বর্তী প্রেসিডেন্ট, হাইকোর্টের নির্দেশ বাংলাদেশের বিশ্বকাপ দলে নেই জাকের, আছেন সোহান পরিস্থিতি স্বাভাবিক হলে সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার হবে, আশা জয়শঙ্করের সংসদ নির্বাচন: সর্বোচ্চ ব্যয়সীমা ২৫ থেকে ৮৪ লাখ টাকা, না মানলে ৭ বছর জেল বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্য উপদেষ্টাকে অনুরোধ আসিফ নজরুলের

জাতীয়

৫৭ দিন পর ছাত্র আন্দোলনে আহত ফেনীর শিক্ষার্থী সাইফুলের মৃত্যু

 প্রকাশিত: ১৮:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৪

৫৭ দিন পর ছাত্র আন্দোলনে আহত ফেনীর শিক্ষার্থী সাইফুলের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ফেনীর এক মাদরাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় ৫৭ দিন পর মারা গেছেন।

সোমবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাইফুল ইসলাম আরিফ নামের ওই শিক্ষার্থী মারা যান বলে জানিয়েছেন তার বাবা আলতাফ হোসেন।

সাইফুল (১৬) ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের মধ্যম কৌশল্যা গ্রামের বাসিন্দা এবং দাগনভূঞা উপজেলার দরবেশহাট ফাজিল মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র ছিল।

তিনি ৪ অগাস্ট চট্টগ্রামের সিআরবিতে হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন।

সাইফুলের ফুপাতো ভাই মোহাম্মদ মনির সাংবাদিকদের বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ অগাস্ট চট্টগ্রাম সিআরবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় সাইফুল। ওই দিন স্বৈরাচারী সরকারের কর্মীদের হামলায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। বিক্ষোভ দমনকারীরা হকিস্টিক দিয়ে আঘাত করলে সাইফুলের মাথা ফেটে যায়।

“সাইফুলকে ওইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ সেপ্টেম্বর তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়েছে।”


মোহাম্মদ মনির বলেন, সাইফুল শিক্ষার্থী হিসেবে আন্দোলনে অংশ নিয়েছিলো। সাইফুল পরিবারের বড় ছেলে। তার তিনটি ছোট বোন রয়েছে।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সাইফুলের বাবা আলতাফ হোসেন বিকালে ছেলের মরদেহ নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অবস্থান করছিলেন। তিনি জানান, ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়ার পর ছেলের মরদেহ দাফনের জন্য বাড়ি নিয়ে যাবেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা বলেন, “সাইফুলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঢাকা থেকে লাশ নিয়ে আসা হলে থানার ওসিকে নিয়ে আমি তার বাড়িতে যাব।”

ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, সাইফুল ইসলাম ছাত্রদলের কর্মী ছিলেন।

জুলাই ও আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীতে নয় জনের মৃত্যু হয়। এ ছাড়া ঢাকায় অবস্থান করা ফেনীর দুজন ও চট্টগ্রামে অবস্থান করা আরও দুজন নিহত হয়েছে।