শনিবার ১৯ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

প্রযুক্তি

ভারতে এআই সম্প্রসারণে রিলায়েন্সের সঙ্গে ওপেনএআই ও মেটার আলোচনা

 প্রকাশিত: ২১:১০, ২৪ মার্চ ২০২৫

ভারতে এআই সম্প্রসারণে রিলায়েন্সের সঙ্গে ওপেনএআই ও মেটার আলোচনা

ভারতে এআই প্রযুক্তি বিস্তারে রিলায়েন্সের সঙ্গে জোট বাঁধতে পারে ওপেনএআই ও মেটা

ওপেনএআই ও মেটা ভারতের এআই প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা করছে। এই আলোচনায় চ্যাটজিপিটি বিতরণ ও গুজরাটে পরিকল্পিত ডাটা সেন্টারে এআই মডেল হোস্ট করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

 
রিলায়েন্সের সঙ্গে ওপেনএআই ও মেটার সম্ভাব্য চুক্তি  


The Information-এর এক প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়েছে, ওপেনএআই ও মেটা পৃথকভাবে রিলায়েন্সের সঙ্গে এআই-ভিত্তিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছে। বিশেষ করে, রিলায়েন্স জিও ও ওপেনএআই-এর মধ্যে চ্যাটজিপিটি বিতরণের সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে।  

প্রতিবেদন অনুসারে, ওপেনএআই তার কর্মীদের সঙ্গে এক আলোচনায় জানিয়েছে যে, তারা চ্যাটজিপিটি-এর সাবস্ক্রিপশন মূল্য $২০ থেকে কমানোর পরিকল্পনা করছে। তবে, এই বিষয়ে রিলায়েন্সের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি।  

এছাড়া, রিলায়েন্স ওপেনএআই-এর এআই মডেলগুলো API-এর মাধ্যমে এন্টারপ্রাইজ গ্রাহকদের কাছে বিক্রির সম্ভাবনা যাচাই করছে। প্রতিষ্ঠানটি স্থানীয়ভাবে এই মডেলগুলো পরিচালনা ও হোস্ট করার বিষয়ে আলোচনা করেছে, যাতে ভারতীয় গ্রাহকদের তথ্য দেশেই সংরক্ষিত থাকে।  

এছাড়াও, রিলায়েন্স গুজরাটের জামনগরে তিন-গিগাওয়াট ক্ষমতার একটি ডাটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করছে, যা বিশ্বের বৃহত্তম ডাটা সেন্টার হিসেবে দাবি করা হচ্ছে। এই সেন্টারে মেটা ও ওপেনএআই-এর এআই মডেল পরিচালনার প্রস্তাব দিয়েছে রিলায়েন্স।  

এআই শেখার পরামর্শ দিলেন ওপেনএআই-এর সিইও  


ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি শিক্ষার্থীদের এআই টুল ব্যবহারে দক্ষ হওয়ার পরামর্শ দিয়েছেন, কারণ ভবিষ্যতে কর্মক্ষেত্রে এআই-এর উপর নির্ভরশীলতা বাড়বে।  

স্ট্র্যাটেচেরির বেন থম্পসনের সঙ্গে এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, "যখন আমি হাইস্কুলের শেষ বর্ষে ছিলাম, তখন কোডিং শেখা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। এখন সেই জায়গা নিয়েছে এআই টুল ব্যবহারে দক্ষতা অর্জন করা।" 

তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আরও বেশি কাজ করতে পারবে, তবে সময়ের সাথে এআই ধীরে ধীরে চাকরির বাজারকে পরিবর্তন করবে এবং একসময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজনীয়তা কমতে পারে।"