বুধবার ২৯ অক্টোবর ২০২৫, কার্তিক ১৩ ১৪৩২, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৪১ ঐকমত্য কমিশন নিষ্কৃতি পেতেই কিছু সুপারিশ দিয়েছে: সালাহউদ্দিন নভেম্বরে গণভোট, আরপিও আর সংশোধন নয়: ইসিকে জামায়াত ‘জাতীয় নির্বাচনের দিন বা আগে’ গণভোট করার সুপারিশ ঐকমত্য কমিশনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগ বন্ধে মাউশির চিঠি জুলাই সনদের বাস্তবায়ন নতুন বাংলাদেশের পথ দেখাবে : প্রধান উপদেষ্টা নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে ১৮ দফা দিয়েছে জামায়াত নির্বাচন ভবনের নিরাপত্তা বাড়াতে ডিএমপিকে ইসির চিঠি মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: ক্ষতিপূরণ চেয়ে রিট মামলা নির্বাচনে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্তঃমন্ত্রণালয় সভা: ভোট পাড়ি দেওয়ার ফর্দ নিয়ে বসছে ইসি দুর্লভ খনিজের সরবরাহ ‘নিরাপদ’ করার লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা মেনে চলবে মেটা ও টিকটক হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই রেমিট্যান্স প্রবাহ ২৬ অক্টোবর পর্যন্ত বেড়েছে ১১.১ শতাংশ

প্রযুক্তি

৪৪ বিলিয়ন ডলারে টুইটার হচ্ছে মাস্কেরই

 প্রকাশিত: ১১:২৬, ২৬ এপ্রিল ২০২২

৪৪ বিলিয়ন ডলারে টুইটার হচ্ছে মাস্কেরই

শেষ পর্যন্ত বিশ্বখ্যাত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার হতে যাচ্ছে ইলন মাস্কের। এটি কিনে নেওয়ার জন্য ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন মাস্ক। কিন্তু নানা আলোচনা চলছিল তা নিয়ে। শেষমেষ সোশাল মিডিয়াটির দায়িত্ব ও মালিকানা নিচ্ছেন মাস্ক।

সোমবার মাস্কের প্রস্তাব গ্রহণ করেছে টুইটারের পরিচালনা পর্ষদ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এদিনই টুইটারের নতুন ভাগ্য নির্ধারিত হয়েছে। টুইটারের বর্তমান কর্তৃপক্ষ মাস্কের প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

মাস্কের ইচ্ছে, টুইটারের আরো উন্নয়ন করে এটাকে সেরা বাকস্বাধীনতার প্ল্যাটফর্ম করবেন। আর সেটি প্রতিষ্ঠিত হবে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে। তার আশা, তার চূড়ান্ত সমালোচকও টুইটারে থাকবেন। কারণ, মাস্কের বিশ্বাস, স্বাধীনভাবে মত প্রকাশের জন্য টুইটারই সর্বোত্তম। 

গত বৃহস্পতিবার মসাস্ক তার শেষ প্রস্তাবটি দিয়ে জানিয়েছিলেন, এটাই চূড়ান্ত। টুইটার কেনার জন্য তার এই আগ্রহ দেখে ওদিকে টুইটারের সাধারণ শেয়ার মালিকরা প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার তাগিদ দিচ্ছিলেন। পরিচালকদের তাই এই প্রস্তাব নিয়ে আরো ভালোভাবে ভাবা ছাড়া উপায় ছিল না। 

মাস্কের প্রস্তাব সামনে রেখে তাই সোমবার টুইটারের পরিচালনা পর্ষদ বৈঠকে বসে। বৈঠকেই তারা মাস্কের দেওয়া ৪ হাজার ৪০০ কোটি ডলারে টু্ইটার কেনার প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। 

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্স এর প্রধান নির্বাহী অবশ্য প্রতিষ্ঠানকে টুইটারের সঙ্গে জড়াচ্ছেন না। প্রস্তাব অনুযায়ী টুইটারের ক্রয়মূল্যের বেশিরভাগ নিজের পকেট থেকেই পরিশোধ করবেন তিনি। 

টুইটারের মালিকানা বদলের খবর পাঁকা হতেই নিউ ইয়র্কের শেয়ার বাজারে এর প্রভাব পড়েছে। সোমবার দিনের শুরুতে টুইটার শেয়ারের দাম ৪ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫১ ডলার ১৫ সেন্ট ডলারে উঠেছে।