শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

রাজনীতি

ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও প্রকৃত ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে: জামায়াতে ইসলামীর আমির

 প্রকাশিত: ১৫:৪৬, ১৯ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও প্রকৃত ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে: জামায়াতে ইসলামীর আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও প্রকৃত ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে। তিনি দাবি করেন, এখনো বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির মতো ঘটনা ঘটছে, যার মধ্যে লালমনিরহাটেও কয়েকটি ঘটনা রয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাটের কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, জামায়াত ফ্যাসিবাদের বিরুদ্ধে আছে এবং এই ফ্যাসিবাদ দূর করতে কাজ করে যাচ্ছে।

নির্বাচনের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এটা দৃশ্যমান হতে হবে। আর একটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। কালো টাকা ও পেশিশক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না। সেজন্য অবশ্যই নির্বাচনের সমতল মাঠ তৈরি করতে হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে। আমাদের ভালো কেড়ে নিলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কি না।

জানানো হয়, জনসভায় জামায়াতে ইসলামির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। লালমনিরহাট জেলার বিভিন্ন উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়েও আলোচনা করা হয়। সভায় সনাতনী শাখার দুজন নেতাও বক্তব্য রাখেন, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে দৃঢ়ভাবে জানান, জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ মোকাবেলায় জনগণের সঙ্গে থাকবে এবং এই অপশক্তিকে নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।