মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: ইউনূস জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য: এনবিআর চেয়ারম্যান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলি হামলায় ‘গাজার নতুন প্রধানমন্ত্রী’ হাসপাতালে নিহত গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে ‘আমি শহীদ হতে যাই’: মাকে ফোনে বলেছিলেন শহীদ শাকিল

লাইফস্টাইল

অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি: ধনী হওয়ার ১০টি গোপন নিয়ম

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:২৯, ১০ মার্চ ২০২৫

অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি: ধনী হওয়ার ১০টি গোপন নিয়ম

সাফল্যের সিঁড়ি বেয়ে সমৃদ্ধির শিখরে – ধনী হওয়ার ১০টি স্বর্ণকাঠি

ধনী হওয়ার টিপস-----------------


ধনী হতে সবাই চায়, কিন্তু অনেকেই তা হতে পারে না। কেন? কারণ ধনী হতে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, এর সঙ্গে দরকার শৃঙ্খলা, ফোকাস এবং অন্যান্য ভালো অভ্যাস। এখানে ধনী হওয়ার জন্য ১০টি অর্থনৈতিক নিয়ম তুলে ধরা হলো:

১. ছোট ছোট সঞ্চয়ের গুরুত্ব
ছোট সঞ্চয়কে অবহেলা করো না। অল্প পরিমাণে হলেও নিয়মিত সঞ্চয় করতে পারলে, তা সময়ের সাথে অনেক বড় হয়ে উঠতে পারে।

২. যতটা সম্ভব ক্রেডিট কার্ড ব্যবহার এড়িয়ে চলো
ক্রেডিট কার্ড ব্যবহারের আগে দু'বার ভাবো। মনে রাখবে, ঋণ তখনই ভালো, যখন তা তোমার সম্পদ বৃদ্ধিতে সহায়ক হয়, অন্যথায় এটি ক্ষতির কারণ হতে পারে।

৩. বাজেট তৈরি কর এবং মেনে চল
প্রত্যেক মাসের জন্য একটি বাজেট তৈরি করো এবং খরচ সে অনুযায়ী পরিচালনা করো। বাজেট ছাড়া অর্থ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে।

৪. অপ্রয়োজনীয় খরচ কমাও
ফিজুল খরচ করা থেকে বিরত থাকো। প্রয়োজন এবং বিলাসিতার মধ্যে পার্থক্য বুঝতে শিখো।

৫. আয়ের একাধিক উৎস তৈরি করো
শুধু এক জায়গা থেকে উপার্জনের ওপর নির্ভর না করে, বিভিন্ন উৎস থেকে আয়ের চেষ্টা করো। ফ্রিল্যান্সিং, বিনিয়োগ, বা ব্যবসার মাধ্যমে বাড়তি উপার্জনের সুযোগ খুঁজে নাও।

৬. দীর্ঘমেয়াদি বিনিয়োগ করো
অর্থ সঞ্চয়ের পাশাপাশি বিভিন্ন বিনিয়োগের দিকেও মনোযোগ দাও। স্টক মার্কেট, স্বর্ণ, অথবা রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারো।

৭. ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করো
যতটা সম্ভব ঋণ পরিহার করো। যদি নিতে হয়, তাহলে নিশ্চিত হও যে তা তোমার ভবিষ্যতে আয় বাড়াতে সাহায্য করবে।

৮. জরুরি ফান্ড তৈরি করো
জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, তাই জরুরি অবস্থার জন্য আলাদা ফান্ড গড়ে তোলো, যাতে কোনো অর্থনৈতিক সংকটে না পড়তে হয়।

৯. নিজেকে উন্নত করতে বিনিয়োগ করো
নতুন দক্ষতা শেখা এবং শিক্ষার ওপর বিনিয়োগ করা সবচেয়ে ভালো বিনিয়োগগুলোর একটি। নিজের জ্ঞান এবং দক্ষতা বাড়ালে ভবিষ্যতে এর ফল হাতেনাতে পাওয়া যাবে।

১০. ধৈর্য ধর এবং ধাপে ধাপে এগিয়ে চলো
ধনী হওয়া একদিনের বিষয় নয়। এটা সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। ধৈর্য ধরো, নিয়ম মেনে চলো, এবং নিজের লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে চলো।