শনিবার ২২ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৮ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে ডব্লিউএইচও গাজায় ইসরাইলের হামলা `বিপজ্জনক উসকানি` : হামাস নেপাল উত্তেজনা মোকাবিলায় প্রধানমন্ত্রী সুশীলার বার্তা রাশিয়া ও টোগো পরস্পরের ভূখণ্ডে দূতাবাস খুলবে রুশ হামলার একদিন পরেও নিখোঁজ ২২ : জেলেনস্কি হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার বিচার বিভাগের আলাদা সচিবালয় আরেক ধাপ এগোল এ বছর ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গাড়ি নিচে পড়ে পথচারীর মৃত্যু আগামী ৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন অর্থ আত্মসাৎ মামলা তদন্তে সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত ‘সাড়া দেবে না’, বিশ্বাস ছেলের ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত: আপিল বিভাগ গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, কার্যকর চতুর্দশ সংসদ নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন: ডিএমপি কমিশনার যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত ওয়েস্টার্ন মেরিনের বানানো ৩টি জাহাজ পেল আমিরাতের মারওয়ান

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮০ - মানবিক সংকট তীব্রতর

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 আপডেট: ০৮:৩০, ১৮ মার্চ ২০২৫

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮০ - মানবিক সংকট তীব্রতর

গাজায় ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮০

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। উত্তরের গাজা সিটিতে চলমান এই হামলায় বেসামরিক জনগণের মাঝে চরম আতঙ্ক ও বিপর্যয় নেমে এসেছে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মাত্র আধা ঘণ্টার ব্যবধানে গাজায় ৩৫টিরও বেশি বিমান হামলা চালানো হয়েছে। এতে বহু ভবন ধ্বংস হয়েছে এবং উদ্ধারকর্মীরা আহত ও নিহতদের উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করা হয়েছে। হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি বাড়ানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর এই হামলা চালানো হয়। ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের পর দ্বিতীয় দফার আলোচনায় অগ্রগতি না হওয়ায় নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, গাজার শাসকগোষ্ঠী হামাস দাবি করেছে যে ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করেছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "ইসরায়েলের এই হামলার অর্থ হলো তারা যুদ্ধবিরতি বাতিল করেছে।"

এই সংঘাতের ফলে গাজা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো দীর্ঘমেয়াদী সমাধান আসেনি। গাজার সাধারণ জনগণ এখনো নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন এবং মানবিক সহায়তার সংকট আরও প্রকট হচ্ছে।