শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

বিশ্বে ক্ষুধায় প্রতি ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু

 প্রকাশিত: ১৮:০৪, ২০ সেপ্টেম্বর ২০২২

বিশ্বে ক্ষুধায় প্রতি ৪ সেকেন্ডে ১ জনের মৃত্যু

হুমায়ুন আহমেদ একবার প্রশ্ন করেছিলেন:
মৌলিক অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি?
জবাবে বলা হয়েছিলো- খাদ্য।
তিনি বলেছিলেন, না, বস্র!(পোশাক) ,,, পোশাক পরিহিত অবস্থায় থাকলে তুমি আমার কাছে এসে খাবার চাইতে পারবে কিন্তু উলঙ্গ অবস্থায় তুমি তা কিরূপে করবে? বেশ যোক্তিক। 

এবার দেখা যাক, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি,
চলমান বিশ্বে প্রতি ৪ সেকেন্ডে ১ জন মানুষের প্রাণহানি ঘটছে কেবল ক্ষুধার কারণেই। (এনজিওর ধারণা মতে)

গতকাল মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) বৈশ্বিক এ ক্ষুধা সংকটের নিরসনে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের দুই শতাধিক এনজিও। 

বিবৃতিগুলোতে আরো বলা হয়েছে ৭৫ টি দেশের বিভিন্ন সুনামধন্য সংগঠন মাত্রাতিরিক্ত ক্ষুধার মাত্রা ও তা নিরসনকল্পে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে খোলা চিঠিতে সাক্ষর করেছে। সতর্কবার্তা দিয়ে আরও বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ ভীষণ ক্ষুধার্থ এবং ক্ষুধার্থ মানুষের সংখ্যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুনেরও অধিক। ভয়ানক ব্যাপার!

বিশ্বনেতাদের প্রতিশ্রুতি ছিলো একুশ শতকে বিশ্বে আর দুর্ভিক্ষ ঘটবে না তবে বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, ৪৫ টি দেশের প্রায় ৫ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সিরিয়াতে পূর্বের ন্যায় আবারও দুর্ভিক্ষ আসন্ন। 

এনজিওগুলোর হিসাবমতে, প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ১৯ হাজার ৭০০ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন এবং প্রতি ৪ সেকেন্ডে অন্তত ১জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন।