রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৮ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

আন্তর্জাতিক

বুচা নিয়ে নিন্দার মুখে রাশিয়া 

 আপডেট: ১০:৪৭, ৪ এপ্রিল ২০২২

বুচা নিয়ে নিন্দার মুখে রাশিয়া 

এতদিন কিয়েভ ও এর আশপাশের বেশ কিছু শহর ছিল অবরুদ্ধ। রুশে সেনারা ঘিরে রেখেছিল বলে ওসব শহরের খবর মেলা ছিল ভার। এবার রুশ সৈন্যরা সরে গেলে কিয়েভের পাশের শহর বুচা থেকে বেরিয়ে এল মর্মান্তিক খবর। সেখানে ৪১০টি বেসামরিক মানুষের মৃতদেহের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। 

রাশিয়ার সম্ভাব্র যুদ্ধাপরাধ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এইসব সন্ধানে মিলল। কিন্তু এ নিয়ে নাকি প্রত্যক্ষদর্শীরা কথা বলতে পারছেন না। কারণ, তারা খুব মর্মাহত অবস্থায় আছেন। 

বিভিন্ন বার্তা সংস্থা কিয়েভ ও এর আশপাশের এলাকা থেকে খবর করছে। এখন তাই সেসব শহরের অবস্থা সম্পর্কে কিছুটা জানা যাচ্ছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন হামলা করার পর বেশ কয়েকটি বড় শহরের পতন ঘটে। রাজধানী কিয়েভ ঘিরে ফেলে রাশিয়ান সেনারা। তারপর থেকে খবরাখবরের দিক দিয়ে এই অঞ্চল পিছিয়ে পড়েছিল।

গত শনিবার কিয়েভের আশপাশের এলাকা থেকে রাশিয়া তাদের সেনা সরিয়ে নেয়। তারপরই সুযোগ মেলে শহরগুলোর অবস্থা দেখে খবর প্রকাশ করার। সেটাই চলছে  এখন।  

কিয়েভের পাশের শহর বুচার মেয়র জানিয়েছেন, রাশিয়ান বাহিনীর হাতে এই শহরের ৩০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। 

কিন্তু দখলকৃত এলাকা ছেড়ে যাওয়া রাশিয়া এমন অভিযোগের ভিত্তিতে কি বলছে? মস্কো থেকে কিয়েভ ও এর আশপাশের শহরগুলোতে বিশেষ করে বুচায় কোনো বেসামরিক মানুষ হত্যার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে তারা। কিয়েভ সুযোগ নিচ্ছে। পশ্চিমা সংবাদমাধ্যমকে তারা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলেছে মস্কো। 

কিয়েভের কাছে বুচা, হস্তমেল এবং ইরপিন শহর থেকে যেসব চিত্র পাওয়া যাচ্ছে তা কেমন? বিশ্ব মিডিয়ায় এর মধ্যে তা ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখিত। ইউক্রেন বাহিনী এসব শহরে গণকবর খুঁজে পেয়েছে। সেখানে লাশগুলোর হাত-পা বাঁধা ছিল। তাদেরকে পিঠে, মাথায় গুলি করে মারা হয়েছে।

রুশ বাহিনী যতোই অস্বীকার করুক না কেন যুদ্ধাপরাধী হতে তাদের বাকি থাকছে না। জার্মানি যুদ্ধাপরাধের নিন্দা করেছে। যুক্তরাষ্ট্র ছেড়ে কথা বলছে না। ফ্রান্সও তাই। 

এদিকে নেটোর মহাসচিব জেনারেল ইয়েন্স স্টলটেনবার্গও বুচায় বেসামরিক নাগরিক হত্যা নিয়ে মন্তব্য করতে গিয়ে সিএনএনকে বলেছেন, ‘ইউরোপে আমরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এমন বর্বরতা অনেক দশক ধরে দেখিনি। এ ঘটনাই যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।’