ক্রেতাদের বিপুল সাড়ায় শেষ হলো রেফ্রিজারেটর মেলা

ক্রেতাদের আগ্রহে জমজমাট ছিল রেফ্রিজারেটর মেলা, শেষ হলো সফলভাবে!
প্রথম আলো ডটকমের আয়োজনে রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী অফলাইন রেফ্রিজারেটর মেলা আজ (শনিবার) সফলভাবে সম্পন্ন হয়েছে। ২২ মে শুরু হওয়া এ মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
মেলার আয়োজনটি ছিল জমজমাট। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইলেক্ট্রোমার্ট (কনকা), সিঙ্গার-বেকো, র্যাংগ্স ইলেকট্রনিকস (সনি-র্যাংগ্স), ট্রান্সকম ডিজিটাল, স্মার্ট ইলেকট্রনিকস (সনি-স্মার্ট) ও মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিকস। ব্যাংকিং অংশীদার ছিল ইস্টার্ন ব্যাংক এবং পাওয়ার্ড বাই ছিল এমইপি গ্রুপ।
মেলায় বিভিন্ন ব্র্যান্ডের রেফ্রিজারেটরে বিশেষ ছাড়, সহজ কিস্তি সুবিধা, ব্যাংক অফার ও উপহার পাওয়া গেছে। অনেকেই এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, আর তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ইনস্ট্যান্ট র্যাফল ড্র, যেখানে দর্শনার্থীদের মধ্য থেকে বিজয়ীদের দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। মেলা শেষে অনলাইনে আয়োজিত মেলায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে মেগা র্যাফল ড্র, যার পুরস্কারের মধ্যে রয়েছে ফ্রিজ, ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট, স্মার্টফোনসহ নানা উপহার।
মেলাতে আসা মহাখালীর মো. শাহজাহান সিঙ্গার-বেকোর একটি ডিপ ফ্রিজ কিনে স্ক্যাচ কার্ডে মাইক্রোওভেন জেতেন। তিনি বলেন, “একটি পণ্য কিনে অন্য একটি পণ্য উপহার পাওয়া দারুণ অভিজ্ঞতা। এত গোছানো ও পরিচ্ছন্ন মেলার জন্য আয়োজকদের ধন্যবাদ।”
স্যামসাংয়ের সহকারী ম্যানেজার দেওয়ান মোহাম্মদ ফয়সাল বলেন, “কোরবানির ঈদে ডিপ ফ্রিজের চাহিদা বেশি থাকে। আমাদের ‘নো ফ্রস্ট’ মডেলটির প্রতি আগ্রহ লক্ষ্য করেছি।”
সিঙ্গারের সিনিয়র এক্সিকিউটিভ বি এম আকিজুর রহমান বলেন, “বিক্রি সন্তোষজনক হয়েছে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পেরেছে।”
ওয়ালটনের অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার জুয়েল গাজী জানান, “নতুন মডেল ও ফিচারগুলো ক্রেতাদের মধ্যে বেশি আগ্রহ সৃষ্টি করেছে। প্রথম দিন কিছুটা ধীরগতির হলেও শেষ পর্যন্ত বিক্রি ভালো হয়েছে।”
ঈদুল আজহার আগে এমন আয়োজন ক্রেতা ও ব্র্যান্ড উভয়ের জন্যই ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দিয়েছেন মেলায় আসা দর্শনার্থীরা।
অনলাইনে মেলা চলবে ২৭ মে পর্যন্ত। বিস্তারিত জানা যাবে www.refrigeratormela.pro ওয়েবসাইটে।