শুক্রবার ০৯ মে ২০২৫, বৈশাখ ২৬ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

আইভীর বাড়িতে পুলিশ, অনুসারীদের জটলা রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আমরা অন্তবর্তীকালীন সরকারের সাফল্য চাই: মির্জা ফখরুল তথ্যযুদ্ধ: কতটা সত্যি বলছে ভারত ও পাকিস্তান? ভারত-পাকিস্তানের সংঘাতে এরপর কী? পাকিস্তান ভারত সীমান্তে উত্তেজনার নতুন অধ্যায়: ক্ষেপণাস্ত্র, হামলা ও তথ্যযুদ্ধ আওয়ামী লীগের দুই সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে যাচ্ছে: আসিফ মাহমুদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্ব পরিবর্তন: স্নিগ্ধর পদত্যাগ আবদুল হামিদের দেশত্যাগে জড়িতদের ধরা হবে, না হলে আমিই চলে যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায় : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রথম আমেরিকান পোপ হলেন রবার্ট প্রিভোস্ট ২০২৫: টেকনোলজির ঝড় উঠছে! ভারত-পাকিস্তানে যুদ্ধের দামামা: বাংলাদেশে কী প্রভাব, করণীয় কী রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেব: শেহবাজ শরিফ

জাতীয়

শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৪:৩২, ১৩ এপ্রিল ২০২৫

শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্লট দুর্নীতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, আসামির তালিকায় শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। আদালত সূত্র জানিয়েছে, অভিযুক্তরা সবাই পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এর আগে গত ১০ এপ্রিল একই প্রকল্পে আরও একটি মামলায় শেখ হাসিনা ও তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

দুদক সূত্র জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের ৬০ কাঠা জমির প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, তাঁর কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

দুদকের অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল প্রকল্পে দুর্নীতির মাধ্যমে প্রতিটি ১০ কাঠা করে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়া হয়েছে।

গত বছরের ২৬ ডিসেম্বর এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক। এরপর চলতি বছরের ১০ মার্চ অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে আদালতে এসব অভিযোগপত্র দাখিল করে দুদক।

উল্লেখ্য, ছাত্রজনতার গণ–অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গুলি করে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকার বিভিন্ন আদালত ও থানায় ৩০০–র বেশি মামলা দায়ের হয়েছে।