আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার অনুমতি

পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের নীরব প্রার্থনার অনুমতি দিয়েছে ইসরায়েলের একটি আদালত। ওই রায়ে বলা হয়েছে—আল-আকসায় ইহুদিদের প্রার্থনা করা অপরাধমূলক কোনো কাজ নয়।
রায়ে বিচারক ইয়াহালোম বলেন, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনা ‘অপরাধমূলক কাজ’ হিসেবে বিবেচনা করা যাবে না, কারণ এটি নীরব থাকে। সেক্ষেত্রে এটি পুলিশের নির্দেশ লঙ্ঘন করে না।
এর আগে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনার চেষ্টা করেন ইহুদি ধর্ম যাজক রাব্বি আরেহ লিপ্পো। সে সময় তাকে ওই স্থানে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞার কথা জানায় পুলিশ। পরে এ নিয়ে তিনি আদালতে আপিল করেন। সেই আপিলের রায়েই এমনটি জানালেন বিচারক।
সম্প্রতি আল-আকসা পরিদর্শনের সময় ইহুদিরা সেখানে নীরব প্রার্থনা শুরু করে। এ ঘটনা আলোচনায় আসার পর প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত দিলো ইসরায়েলের আদালত।
অনলাইন নিউজ পোর্টাল