বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬, মাঘ ২ ১৪৩২, ২৬ রজব ১৪৪৭

ব্রেকিং

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

স্পেশাল

সবচেয়ে কম বয়সে বিশ্বের ১৪টি ৮ হাজার মিটার উ্ঁচু পর্বতশৃঙ্গ আরোহণের রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

 প্রকাশিত: ১৬:০০, ৯ অক্টোবর ২০২৪

সবচেয়ে কম বয়সে বিশ্বের ১৪টি ৮ হাজার মিটার উ্ঁচু পর্বতশৃঙ্গ আরোহণের রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

আঠার বছর বয়সী নেপালি পর্বতারোহী বুধবার বিশ্বের ৮ হাজার মিটার উঁচু ১৪টি পর্বতশৃঙ্গের চূড়ায়  আরোহণকারী সর্বকনিষ্ঠ ব্যক্তির রেকর্ড ভেঙেছেন। তার দল এ খবর জানিয়েছে।

কাঠমান্ডুথেকে এএফপি জানায়, নেপানি তরুণ নিমা রিনজি শেরপা বুধবার সকালে তিব্বতের ৮০২৭ মিটার উঁচু শিশা পাংমার চূড়ায় পৌঁছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়ানোর মিশন সম্পূর্ণ করেছেন।

রিনজির বাবা তাশি শেরপা এএফপিকে বলেন, 'সে আজ সকালে শিখরে পৌঁছেছে। সে ভালো প্রশিক্ষণ নিয়েছে এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম যে সে এটা করবে।'

সকল ১৪ "আট-হাজার" মিটার পর্বতারোহণের উচ্চাকাঙ্ক্ষার শিখর হিসাবে বিবেচিত হয়। এ অভি্যানে পর্বতারোহীদের দীর্ঘ সময় ধরে মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য বাতাসে পর্যাপ্ত অক্সিজেন নেই এমন 'মৃত্যু অঞ্চলে' কাটাতে হয়।

শেরপা এক বিবৃতিতে বলেন, 'এই শীর্ষ শৃঙ্গটি শুধু আমার ব্যক্তিগত যাত্রার সমাপ্তি নয়, বরং প্রত্যেক শেরপার প্রতি শ্রদ্ধা নিবেদন, যারা আমাদের জন্য নির্ধারিত প্রথাগত সীমা ছাড়িয়ে স্বপ্ন দেখার সাহস করেন।'

তিনি বলেন, 'পরতারোহণ শ্রমের চেয়েও বেশি কিছু, এটি আমাদের শক্তি, স্থৈর্য তা ও আবেগের অভিজ্ঞান।' 

শেরপা পাহাড়ে পরিচিত মুখ। রেকর্ড-ধারী পর্বতারোহীদের পরিবারে তার জন্ম। তার পরিবার এখন নেপালের বৃহত্তম পর্বতারোহণ অভিযান সংস্থাও পরিচালনা করে।

এর আগে রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু 'ডেভিড' শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেছিলেন।

- 'গর্বিত মুহূর্ত' -

ইতিমধ্যে কয়েক ডজন শৃঙ্গের আরোহণ থেকে একাধিক রেকর্ডাররী নিমা রিনজি শেরপা ২০২০ সালের আগস্ট মাসে মানাসলু পর্বতে আরোহণের মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে পর্বত আরোহণ শুরু করেন।

চলতিনবছরের জুনের মধ্যে, তিনি তার ১৩ তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেন। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিমা নুরু শেরপা এএফপিকে বলেন, 'এটি আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত।'

তিনি বলেন, 'নিমা সমস্ত স্টেরিওটাইপ ভেঙেছে, এবং তার সাফল্য একটি বার্তা দিয়েছে যে দৃঢ় সংকল্প থাকলে কিছুই অসম্ভব নয়।'

নেপালি পর্বতারোহীরা সাধারণত এভারেস্টের চারপাশের উপত্যকা থেকে আসা জাতিগত শেরপা। এদের হিমালয় আরোহণ শিল্পের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।