রোববার ২০ এপ্রিল ২০২৫, বৈশাখ ৬ ১৪৩২, ২১ শাওয়াল ১৪৪৬

ব্রেকিং

বাংলাদেশের গণতন্ত্রে মাইলফলক হবে আসন্ন নির্বাচন: প্রধান উপদেষ্টা হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত টাকা পাচার বন্ধে ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ পাস বিএনপির সঙ্গে বিরোধ? এটা কোনো বিরোধই না: জামায়াত আমির সংস্কারে একমত না হলে নির্বাচন পেছাবে: জামায়াত আমির সংস্কারে সিরিয়াস বিএনপি: সালাহউদ্দিন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের মন্তব্যকে ‌‘অপ্রয়োজনীয় ও লোক দেখানো’ বললো ভারত প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে ‘বিভ্রান্ত’ বিএনপি ১২ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা রোববার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি গ্যাসের দামে ভেদাভেদ: ‘পিছিয়ে পড়বেন’ নতুন উদ্যোক্তারা রাশিয়ার কাছে কেন মার্কিন যুদ্ধবিমান হারাচ্ছে ইউক্রেন? মেয়ের জন্য চাকরি চান শহীদ বাচ্চুর স্ত্রী লাইলি বেগম

রাজনীতি

সংবিধান সংস্কারে গণভোট চায় জাকের পার্টি

 প্রকাশিত: ২২:৪৭, ১২ এপ্রিল ২০২৫

সংবিধান সংস্কারে গণভোট চায় জাকের পার্টি

সংবিধানসহ বড় ধরনের রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব দিয়েছে জাকের পার্টি। শনিবার (১২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব শামীম হায়দার এ প্রস্তাব দেন। তিনি বলেন, “বড় সংস্কারের বিষয়গুলো গণভোটের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত।”

জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এ সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাকের পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ এবং মহিলা জাকের ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু।

শামীম হায়দার বলেন, “নির্বাচনে যদি কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকে, তাহলে তথাকথিত বড় দলগুলো প্রভাব বিস্তার করতে পারে। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না এবং নির্বাচনের অর্থনীতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। যদি কালো টাকা না থাকে, তাহলে সৎ ও যোগ্য প্রার্থীদেরই সুযোগ থাকবে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে।”

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐকমত্য হয়, তবে তা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হওয়া উচিত।

সংলাপে কমিশনের দেওয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে জাকের পার্টি ৯৮টিতে সম্পূর্ণ একমত, ৪৭টিতে আংশিক একমত এবং বাকি ২১টি বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার উদ্যোগ গ্রহণ করে। ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করা কমিশন প্রথম ধাপের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ৩৮টি দলের কাছে ১৩ মার্চ পর্যন্ত সময় দিয়ে একটি স্প্রেডশিট পাঠায়। শনিবার পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।