মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

সাক্ষ্যগ্রহণ শেষে রায়ের কাছাকাছি শেখ হাসিনার ‘প্লট দুর্নীতি’ মামলা জুলাই সনদ নিয়ে এখন সিদ্ধান্ত নেবে সরকার: রিজওয়ানা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পুরান ঢাকায় নিহত মামুনকে হত্যার চেষ্টা হয়েছিল দুই বছর আগেও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: মির্জা ফখরুল পুরান ঢাকায় হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়: আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভের দিনে ঢাকায় বোমাবাজি রাজধানীতে ভোরে দুই বাসে আগুন ৮ বছর পর ভারত থেকে হিলি বন্দর দিয়ে আপেল আমদানি শুরু সংসদ নির্বাচন: অঞ্চলভেদে থাকবে কমান্ডো বাহিনী, কঠোর বার্তা ইসির আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩১ বিলিয়নে নামলো লতিফ সিদ্দিকীর জামিন বহাল গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ প্রাথমিক শিক্ষকদের সিদ্ধান্ত বদল, কর্মবিরতি চলবে একুয়াডোরে কারাগারে দাঙ্গার মধ্যে অন্তত ৩১ জনের মৃত্যু

রাজনীতি

সংবিধান সংস্কারে গণভোট চায় জাকের পার্টি

 প্রকাশিত: ২২:৪৭, ১২ এপ্রিল ২০২৫

সংবিধান সংস্কারে গণভোট চায় জাকের পার্টি

সংবিধানসহ বড় ধরনের রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব দিয়েছে জাকের পার্টি। শনিবার (১২ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব শামীম হায়দার এ প্রস্তাব দেন। তিনি বলেন, “বড় সংস্কারের বিষয়গুলো গণভোটের মাধ্যমে নির্ধারণ হওয়া উচিত।”

জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত এ সংলাপে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

জাকের পার্টির প্রতিনিধি দলে আরও ছিলেন ভাইস-চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল, অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল, স্থায়ী কমিটির সদস্য কায়সার হামিদ এবং মহিলা জাকের ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নেছা জামান রেণু।

শামীম হায়দার বলেন, “নির্বাচনে যদি কালো টাকা ও পেশিশক্তির প্রভাব থাকে, তাহলে তথাকথিত বড় দলগুলো প্রভাব বিস্তার করতে পারে। এতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় না এবং নির্বাচনের অর্থনীতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। যদি কালো টাকা না থাকে, তাহলে সৎ ও যোগ্য প্রার্থীদেরই সুযোগ থাকবে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে পারবে।”

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐকমত্য হয়, তবে তা অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন হওয়া উচিত।

সংলাপে কমিশনের দেওয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে জাকের পার্টি ৯৮টিতে সম্পূর্ণ একমত, ৪৭টিতে আংশিক একমত এবং বাকি ২১টি বিষয়ে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার উদ্যোগ গ্রহণ করে। ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করা কমিশন প্রথম ধাপের সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর মতামত জানতে ৩৮টি দলের কাছে ১৩ মার্চ পর্যন্ত সময় দিয়ে একটি স্প্রেডশিট পাঠায়। শনিবার পর্যন্ত ৩২টি রাজনৈতিক দলের কাছ থেকে কমিশন মতামত পেয়েছে।