শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬, পৌষ ১৯ ১৪৩২, ১৩ রজব ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলায় ৮৮ ভিন্নমতাবলম্বীর মুক্তি নববর্ষে প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী: রাশিয়া ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬ ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বিএনপি আমলে র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি’, দাবি বাবরের সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ সীমা কমলো আওয়ামী লীগ থেকে এসে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: জামায়াতের লতিফুর রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরান ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

রাজনীতি

সহায়তা কমলে রোহিঙ্গাদের পরিস্থিতি শোচনীয় হবে: জাতিসংঘ

 প্রকাশিত: ২২:১১, ২৪ মার্চ ২০২৫

সহায়তা কমলে রোহিঙ্গাদের পরিস্থিতি শোচনীয় হবে: জাতিসংঘ

বাংলাদেশে আশ্রিত ১১ লাখের বেশি রোহিঙ্গার সহায়তা কমলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। সংস্থা দুটি যৌথ বিবৃতিতে জানিয়েছে, খাদ্য সহায়তা, জ্বালানি ও আশ্রয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তহবিল সংকট তৈরি হলে রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠবে।

জাতিসংঘের এই দুই সংস্থা জানিয়েছে, সহায়তা কমে গেলে অনেক রোহিঙ্গা অনিশ্চিত নৌযাত্রার মাধ্যমে অন্যত্র নিরাপদ আশ্রয়ের সন্ধানে পাড়ি জমাতে বাধ্য হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউএনএইচসিআর ও আইওএমসহ ১১৩টি সংস্থা ২০২৫-২৬ সালের জন্য বাংলাদেশে আশ্রিত ১৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটির সহায়তায় ৯৩ কোটি ৪৫ লাখ ডলার তহবিল আহ্বান করেছে।

এর আগে, চলতি মার্চের শুরুতে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ কমতে পারে। সাহায্য কর্মীরা শরণার্থী শিবিরে খাদ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন।

ডব্লিউএফপি জানিয়েছে, আন্তর্জাতিক দাতাদের সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে কমে আসায় রোহিঙ্গাদের জন্য রেশন সংকুচিত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র প্রশাসনের সাহায্য বন্ধের সিদ্ধান্তই একমাত্র কারণ নয়, তবে এটি একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে, ২০১৭ সালে রোহিঙ্গা সংকট শুরুর পর যুক্তরাষ্ট্র ২৫০ কোটি ডলারের বেশি সহায়তা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে ২১০ কোটি ডলারের বেশি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক সহায়তা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিলেও রোহিঙ্গাদের জীবনরক্ষাকারী খাদ্য ও পুষ্টি সহায়তা এর আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছিল।

তবে সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, তহবিল সংকটের কারণে ১ এপ্রিল থেকে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা জনপ্রতি সাড়ে ১২ মার্কিন ডলার থেকে কমিয়ে ছয় ডলার করা হবে।

এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরকালে আশ্বস্ত করেছেন যে, রোহিঙ্গাদের জন্য রেশন কমানো ঠেকাতে জাতিসংঘ সম্ভাব্য সবকিছু করবে।