শনিবার ০৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২০ ১৪৩২, ১৪ রজব ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের চাপে ভেনেজুয়েলায় ৮৮ ভিন্নমতাবলম্বীর মুক্তি নববর্ষে প্রাণঘাতী ড্রোন হামলায় ২০ জন নিহতের ঘটনায় ইউক্রেন দায়ী: রাশিয়া ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সংঘর্ষে নিহত ৬ ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ বিএনপি আমলে র‌্যাবকে ‘রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি’, দাবি বাবরের সঞ্চয়পত্রে মুনাফার সর্বোচ্চ সীমা কমলো আওয়ামী লীগ থেকে এসে যোগ দেন, দায়-দায়িত্ব আমাদের: জামায়াতের লতিফুর রংপুর-১: জাপা প্রার্থী মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল এনইআইআর চালু, প্রতিবাদে বিটিআরসি কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের হামলা, ভাঙচুর ২৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান, ভাই ও ছেলেদের বিরুদ্ধে চার মামলা করছে দুদক নিউ ইয়র্কের মেয়র হিসেবে কোরান ছুঁয়ে শপথ নিলেন জোহরান মামদানি পাবলিক প্লেসে ধূমপান-তামাক সেবনে জরিমানা ২ হাজার ই-সিগারেট, ভ্যাপ নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮

আন্তর্জাতিক

আলোচনায় বসবো না, যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

 আপডেট: ১৬:৫৯, ১২ মার্চ ২০২৫

আলোচনায় বসবো না, যা ইচ্ছা করুন: ট্রাম্পকে ইরানের প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, আপনার যা ইচ্ছা করতে পারেন, কিন্তু হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।

“তারা আমাদেরকে আদেশ দেয়, হুমকি দেয়, এটা আমাদের কাছে অগ্রহণযোগ্য। আমি এমনকী আপনার সঙ্গে আলোচনায়ও বসবো না। যা ইচ্ছা তা-ই করতে পারেন,” পেজিশকিয়ান এমনটাই বলেছেন বলে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

এর আগে শনিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছিলেন, হুমকি-ধামকি দিয়ে তেহরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না।

নতুন একটি পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে ইরানকে চিঠি পাঠানো হয়েছে- ট্রাম্প এটা বলার একদিন পর খামেনি এ মন্তব্য করেছিলেন, বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

চুক্তি নিয়ে আলোচনায় তেহরানকে প্রকাশ্যে আমন্ত্রণ জানানোর পাশাপাশি বৈশ্বিক অর্থনীতি থেকে দেশটিকে বিচ্ছিন্ন করতে ও তাদের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনতে ট্রাম্প তার প্রথম মেয়াদের মতোই ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতিও পুনর্বহাল করেছেন।

গত সপ্তাহে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “ইরানকে সামলানোর দুটি পথ আছে। একটি সামরিক, অন্যটি হচ্ছে তেহরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকাতে চুক্তি করা।”

ইরান বলছে, তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ)।

২০১৭ থেকে ২০২১ সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

ট্রাম্প ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে এসে তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করেন; পরে ইরানও চুক্তির শর্ত ভেঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে শুরু করে।