ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছেলের পর বাবারও মৃত্যু

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের বাবা-ছেলের মৃত্যু।
রাজধানীর ভাটারা থানার পূর্ব নুরের চালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. হালিম শেখ (৫০) মারা গেছেন। রোববার রাত সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হালিম শেখের ৩৩ শতাংশ শরীর পুড়ে গিয়েছিল।
এর আগে গত বৃহস্পতিবার একই হাসপাতালে মারা যান তাঁর ছেলে হানিফ শেখ (২৪), যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ওই টিনশেড বাসায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেদিন সন্ধ্যায় ডিম ভাজতে গেলে হানিফের লুঙ্গিতে আগুন ধরে যায়। ছেলেকে বাঁচাতে গিয়ে হালিম শেখ, স্ত্রী শিউলি বেগম (৪৫) এবং শ্যালিকা রহিমা বেগম (৫০) দগ্ধ হন।
আহত সবাইকে রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হালিম ও হানিফ শেখকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়; অন্য দুইজন প্রাথমিক চিকিৎসার পর ছাড়পত্র পান। নিহত বাবা–ছেলের দাফন বাড়িতে করার প্রস্তুতি চলছে।