ইরান–ইসরায়েল সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে খামেনি

তেহরানে আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।
ইরান–ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেইনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে জনসমক্ষে দেখা যায়।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, খামেনি উপস্থিত লোকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং শীর্ষ ধর্মীয় সঙ্গীতশিল্পী মাহমুদ কারিমিকে দেশাত্মবোধক গান ‘ও ইরান’ গাইতে উৎসাহিত করছেন।
এটাই ছিল গত ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাঁর প্রথম সরাসরি জনসম্মুখে উপস্থিতি। এর আগে তাঁকে দেখা গিয়েছিল কেবল একটি রেকর্ড করা ভিডিও বার্তায়, যা ইসরায়েলের সঙ্গে সংঘাত চলাকালে প্রচারিত হয়। সে সময় গুজব ছড়িয়েছিল, তিনি একটি বাংকারে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, ১৩ জুন ইসরায়েল হঠাৎ করে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের দিকে হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্রও এ সংঘাতে জড়িয়ে পড়ে এবং ২২ জুন ১২৫টি সামরিক বিমান দিয়ে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
এই সংঘাত টানা ১২ দিন স্থায়ী হয় এবং ইরানের বিচার বিভাগ জানায়, এতে ৯০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী।
গতকাল আয়াতুল্লাহ খামেনির প্রকাশ্যে আসা ইরানি সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। টেলিভিশনে তাঁকে দেখে তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে ২৬ জুন প্রচারিত ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।