মব সহিংসতা নিয়ে সরকারের অবস্থান উদ্বেগজনক: বাম গণতান্ত্রিক জোট

বাম গণতান্ত্রিক জোটের সভায় মব সহিংসতা ও বন্দর ইজারা ইস্যুতে সরকারের সমালোচনা।
সারা দেশে মব সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা থেকে এ দাবি জানানো হয়।
সভায় বাম জোটের নেতারা বলেন, “মবের সঙ্গে জড়িতদের বিষয়ে সরকারের কিছু কর্তাব্যক্তির বক্তব্য মবকে উৎসাহিত করছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” তাঁরা মব সহিংসতা ও নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচারের দাবি জানান।
সভায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানানো হয়। জোট নেতারা জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২৭ ও ২৮ জুন দেশপ্রেমিক জনগণের উদ্যোগে রোডমার্চ অনুষ্ঠিত হয়েছে। তাঁদের দাবি, সরকার জাতীয় স্বার্থবিরোধী এ সিদ্ধান্ত থেকে সরে না এলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য দেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী আবদুল আলী এবং বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার প্রমুখ।