সোমবার ২০ অক্টোবর ২০২৫, কার্তিক ৫ ১৪৩২, ২৭ রবিউস সানি ১৪৪৭

ব্রেকিং

নির্বাচন নিয়ে `সংশয়` দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডেঙ্গু: অক্টোবরে মৃত্যু ৫০ ছাড়াল আতিউর-বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জাতীয় নির্বাচন আয়োজনের জন্য দেশে নিরাপদ পরিবেশ বিদ্যমান: ইসি সচিব এমপিওভুক্ত শিক্ষকদের মূল্যায়ন করবে বিএনপি: এ্যানি ভোটের মাঠে ৮ দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব চার কারণে নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির ‘জুলাই সনদ’-এর প্রশংসা কানাডার, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বলিভিয়ায় ২০ বছরের বামপন্থি শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ হবে সাগরে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস

জাতীয়

৪৩তম বিসিএস: ফৌজদারি-রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সবাইকে নিয়োগ

 আপডেট: ২০:৫৭, ৯ জানুয়ারি ২০২৫

৪৩তম বিসিএস: ফৌজদারি-রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া সবাইকে নিয়োগ

পুনঃতদন্ত শেষে ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ ছাড়া সুপারিশপ্রাপ্ত বাকি সবাইকে ৪৩তম বিসিএসে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, ফৌজদারি বা রাষ্ট্র বিরোধী অপরাধ বা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিল; অথবা এমন কোনো ধরনের অপরাধ সে করেছে যেটা সামনে এসেছে। এরা ছাড়া আমি মনে করি বাকিদের নিয়োগ প্রাপ্তি শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। তারা পেয়ে যাবে।  

তিনি বলেন, এটার (বিসিএস) সঙ্গে রুটি-রুজি, কেউ হয়তো বিয়ে করবে, বাবা-মায়ের ইচ্ছা, দীর্ঘ দিনের লালিত স্বপ্ন। পুরো প্রশাসন তড়িৎ গতিতে শেষ করবো। তদন্ত শেষ। যত অল্প সময়ে সম্ভব। দুই-তিন দিনের মধ্যে জানতে পারবেন। সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে যাবে।

সিনিয়র সচিব বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা বা তদন্তযোগ্য অপরাধ করা হবে, যারা ঢুকবে তারা হবে নিষ্কণ্ঠক। এটা চাকরির একটা অংশ।

মহার্ঘ ভাতা খুব শিগগরিই

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, মহার্ঘ ভাতা অর্থ মন্ত্রণালয়ের। একজন সদস্য হিসেবে বলি এটার কাজ শুরু হয়েছে। দুইটা মিটিং হয়েছে। খুব শিগগরিই হবে। মহার্ঘ ভাতা পরবর্তী বছরে বেসিকের সাথে যুক্ত হবে। পেনশনাররাও পাবে।

এই বাজেটে হবে- প্রশ্নে তিনি বলেন, এই বাজেট মানে ৩০ জুন। আমি বলবো এর মধ্যে হবে।

কত শতাংশ হবে- জবাবে তিনি বলেণ, এটা অর্থ মন্ত্রণালয় জানাবে। অর্থ উপদেষ্টা বা অর্থ সচিবের মাধ্যমে জানবেন।