রোববার ১৩ জুলাই ২০২৫, আষাঢ় ২৯ ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৭

ব্রেকিং

এনবিআর সংস্কার পরিষদের বহু সদস্যের ‘ক্ষমা প্রার্থনা’, মাঠে ফেরার প্রস্তুতি ৭.৭৫ কোটি টাকার স্থাপনা ভেঙে নতুন স্মৃতিস্তম্ভ গড়ার কাজ শুরু ইসরায়েল আমাকে হত্যা করতে চেয়েছিল: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্কার ছাড়া যেনতেন নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান আশরাফুল, সাকিবদের পর এবার নতুনদের চিনছে শ্রীলঙ্কা বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করা যাবে না: সাকি সংখ্যানুপাতিক ব্যবস্থায়(পিআর) ‘ভবিষ্যৎ বিভক্তি’র শঙ্কা তারেক রহমানের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজড কলেজ প্যাডে ছাত্রদলের প্রচারণা? অধ্যক্ষের ব্যাখ্যা ঘিরে বিতর্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সংঘাত বিস্তার: বিশ্লেষণ কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮ “ত্রাণ নিতে এলে গুলি করতাম”—গাজার ঘটনায় মুখ খুললেন ইসরায়েলি সেনারা তেহরানে ধ্বংসস্তূপে উদ্ধার চলছেই, মৃতের সংখ্যা ছাড়াল ৪৫০ ইরানে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে ইসরায়েলের টার্গেটে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ১৩ জুন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: ফখরুল রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হবে কাঁচের মতো স্বচ্ছ ঘর: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ঘোষিত সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির উদ্দিন মণিপুরে আবার উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের চাপে ঢাকার ৪ থানায় সক্রিয় অর্ধশতাধিক অপরাধী দল জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ–ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই: এনসিপি ২৫ কিলোমিটার যানজট, ২৪ ঘণ্টায় পারাপার ৬৪ হাজার যানবাহন বান্দরবানের রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, জাতিসংঘ নিরাপত্তা গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় ৬০ রিসোর্ট বন্ধ নির্বাচন নিয়ে তরুণদের প্রতি অসত্য অভিযোগ ও বাস্তবতা ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয় সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক একুশের বন্ধুত্বে আগামীর পথচলা: বার্ষিক সম্মেলনে ২১তম বিসিএস প্রশাসন ফোরাম বিজিএমইএ`র নতুন নেতৃত্বে আসছেন বাবু, নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত জিলহজ মাসের আমল ও কোরবানির তাৎপর্য চট্টগ্রামে নারীকে লাথির ঘটনায় ভাইরাল আকাশ চৌধুরী বহিষ্কৃত, জামায়াতের বিবৃতি সংকট নিরসনে উদ্যোগ নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল পবিস শ্রমিকরা আনচেলত্তির স্বপ্ন - রিয়াল মাদ্রিদের মতো করে খেলাবেন ব্রাজিলকে ডিমের দাম এখনো চড়া, ডজন ১৩০–১৪০ টাকায় বিক্রি বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ হারের পর লিটনের মনোভাব - এখনো দুই ম্যাচ বাকি কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে ডিএনএ টেস্ট করে নামফলক ও মর্যাদা চায় শহীদ পরিবারের সদস্যরা বেতন না পেয়ে ডাকাতি, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ তিনজন আটক “বাংলাদেশে কৌশলগত স্বার্থ নেই দক্ষিণ কোরিয়ার”—রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক “শাপলার হত্যাকাণ্ডের বিচার চাই”—হেফাজতের বিবৃতি মির্জা আব্বাস: “করিডর আর স্টারলিংক আনা হচ্ছে আরাকান আর্মির জন্য” জিলহজ মাসের চাঁদ দেখে যে দোয়া পড়বেন নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম ‘চিন্তার স্বাধীনতাও হারাচ্ছি?’— নারী কমিশন বিতর্কে গীতিআরার উদ্বেগ ইউক্রেনে রাশিয়ার টানা হামলায় নিহত ১২, কঠোর চাপের আহ্বান জানালেন জেলেনস্কি সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

ইসলাম

সারা লরেন: একটি আয়াত যাঁকে ইসলামের পথে অনুপ্রাণিত করেছে

 আপডেট: ২১:৪৩, ১৪ সেপ্টেম্বর ২০২২

সারা লরেন: একটি আয়াত যাঁকে ইসলামের পথে অনুপ্রাণিত করেছে

সারা লরেন। একজন বৃটিশ সাংবাদিকব্রডকাস্টার এবং মানবাধিকার কর্মী। তাঁর জন্ম ইংল্যান্ডের একটি খ্রিস্টান পরিবারে।  বাবা-মা কেউই ধর্ম তেমন মানতেন না। বাবা ছিলেন মদ্যপমা ছিলেন একজন ফ্যাশন মডেল। কিন্তু তিনি ছোটবেলা থেকেই বিশ্বাস করতেনএ জগতের সৃষ্টিকর্তা একজন অবশ্যই আছেন।

সারা বলেনপাঁচ বছর বয়স থেকেযখন আমি একেবারে ছোট ছিলামপ্রার্থনা করতে ভালবাসতাম। বিশ্বাস করতাম খোদা একজন। অন্য খ্রিস্টানদের মতো কখনোই তিন খোদায় বিশ্বাস করতাম না।

সারার মনে ইসলামের প্রতি আগ্রহ জাগে যখন তিনি একজন সংবাদকর্মী হিসাবে ফিলিস্তিনে যান। সেখানে তিনি দেখলেনপ্রতিটি ঘরে একটি বই অবশ্যই আছে। তা হল কুরআন। সারা দেখলেনএই মানুষগুলো ইহুদীদের এত জুলুম নির্যাতন সহ্য করে। কারো সন্তান নিহত হয়েছেকেউ বাবা-মা হারিয়েছেকেউ হাত পা হারিয়ে পঙ্গু হয়ে আছেকারো ভাগ্যে জুটেছে কারাগার। এত কিছু সত্ত্বেও তারা আশাবাদী। হতাশা কী- তারা জানেই না! সারার মনে হলএরা তার চে অনেক সুখী ও স্বচ্ছন্দময় জীবনের অধিকারী।

তিনি জানতে চাইলেনএর রহস্য কী?

তারা বললকুরআন আমাদের জীবনকে এভাবে পরিচালিত করেছে।

সারা বলেন, ‘তখন আমার মনে হলএ বই ভালো মানুষ হওয়ার একটি গাইডবুক। আমি জানতামআমি কোনো ভালো মানুষ নই।

ইংল্যান্ডে ফিরে আসার আগে সারা শপিং করতে গেলেন। তিনি একটি লিস্ট করলেন। সে তালিকায় ছিল কুরআনে কারীমও। তিনি কুরআনে কারীম সংগ্রহ করলেন এবং ঘরে ফিরে এসে হাতে নিলেন।

সারা বলেন, ‘কুরআনে কী আছে দেখার জন্য হাতে নিয়ে খুললাম। আমি সূরা হুদের ১০২ নম্বর আয়াত পড়লাম-

وَکَذٰلِکَ اَخْذُ رَبِّکَ اِذَاۤ اَخَذَ الْقُرٰی وَهِیَ ظَالِمَۃٌ  اِنَّ اَخْذَهٗۤ  اَلِیْمٌ شَدِیْدٌ.

এমনই হয় আপনার রবের পাকড়াওযখন তিনি জনপদসমূহকে এ অবস্থায় পাকড়াও করেন যেতা অন্যায় অপরাধে লিপ্ত। নিশ্চয় তাঁর পাকড়াও যাতনাদায়ককঠোর।

আমি ভয় পেয়ে যাই। কুরআনের প্রতিটা পৃষ্ঠা যেন আমাকে বলছিলআমি একজন পাপী। আমাকে জাহান্নামের শাস্তি পেতে হবে। আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট। তখন ২০০৬ সাল। মদ পান করতামধূমপান করতাম। আমি ছিলাম স্বার্থপরবিলাসী।

সারা মধ্যপ্রাচ্য ভ্রমণ করেন একজন অমুসলিম সাংবাদিক হিসাবে। কিন্তু মুসলমানদের অকৃত্রিম আচরণে তিনি অভিভূত হন। প্রথমবার পশ্চিম তীর ভ্রমণে তিনি রামাল্লায় আসেন। শীতের মৌসুম ছিল। তাঁর কাছে উপযুক্ত শীতের কাপড় ছিল না। সারা বলেন, ‘আমি শীতে কাঁপছিলাম। হঠাৎ এক বৃদ্ধা আমাকে বললেনএদিকে এসোএদিকে এসো। তিনি আমাকে তার ঘরে টেনে নিয়ে গেলেন। আমি ভাবতেও পারছিলাম না এটা বাস্তবে ঘটছে। এই একবিংশ শতাব্দীতে... আমি বিশ্বাস করতে পারছিলাম না।’ এ ঘটনায় তিনি অনেক প্রভাবিত হন।

দুই হাজার আট সালে তিনি আবার ফিলিস্তিনে আসেন। তখন ছিল রমযান মাস। এই দ্বিতীয় সফর তার উপর অনেক বড় প্রভাব ফেলে। সেবার তিনি এক ফিলিস্তিনী পরিবারের সাক্ষাৎ পান। তারা তাঁকে ইফতারের দাওয়াত দেন। সারার মুখেই শোনা যাক সে ঘটনা। তিনি বলেন-

আমি তাদের দরজায় নক করলাম। গৃহকর্ত্রী দরজা খুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বলে স্বাগত জানালেন। আমি দেখলামএকজন আলোকিত মানুষ। উজ্জ্বল দুটি চোখ তাঁর। চেহারায় নূর ঝলমল করছে। তিনি এমন করে স্বাগত জানালেনযেন তিনি আমাকে তাজমহলে আমন্ত্রণ জানাচ্ছেন! যেন তিনি পৃথিবীর সবচাইতে সুন্দর ঘরটিতে থাকেন! অথচ ঘরে প্রবেশ করে দেখতে পেলামকিছুই নেই। একটি শূন্য কক্ষ। কিছুই নেই। শুধু দেয়ালমেঝে আর ছাদ। মেঝেতে একটি পাটি বিছানো। তার উপর দশজন মানুষের ইফতার রাখা। তাও ইফতার কী ছিলপ্লাস্টিকের একটি প্লেটে হুমুসএকটি প্লেটে রুটি আর আরেকটি প্লেটে সালাদ! ব্যস। আমি খেতে চাচ্ছিলাম না। কিন্তু তিনি মানলেন না। বললেনআপনি আমাদের মেহমান।

আমাকে বাড়িয়ে বাড়িয়ে দিতে থাকলেন। তিনি আমার না’ শুনছিলেনই না। আমার কিছুটা রাগ হচ্ছিল। ইসলামের প্রতি রাগ হচ্ছিল। কুরআনের প্রতি রাগ হচ্ছিলযা ক্ষুধার্ত লোকদের আরও ত্রিশ দিন ক্ষুধার্ত থাকতে বলে। আমি কুরআনের প্রতি ক্ষুব্ধ ছিলামযা এই দরিদ্র মহিলাকে পানি পান না করতে এবং খাওয়া দাওয়া না করতে বলে। অথচ তার সম্বলই হলকিছু ময়লা পানি। আমি তাঁকে জিজ্ঞেস করলামআপনি কেন রোযা রাখছেন?

তিনি বললেনআমি রমযানে রোযা রাখি দরিদ্রদের স্মরণে! আল্লাহু আকবার! তিনি আমাকে বললেনআমি রমযানে রোযা রাখি দরিদ্রদের স্মরণে! আল্লাহু আকবার! এই মাযার কিছুই নেই এই দুনিয়ায়। কিছুই নেইহয়ত জীবনে কিছু হবেও না তার। তিনি তাদের কথা ভাবছেনযারা তার চাইতেও খারাপ অবস্থায় আছে! এই মহিলা যাঁকে সারাদিন কাজ করতে হয়তিনি না খেয়ে থাকছেন তাঁর রবের শুকরিয়া আদায় করতে!

এ দৃশ্য তাঁর হৃদয়ে স্থান করে নিল। কিন্ত তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি। এর ঠিক দুই বছর পরে রমযান মাসে তিনি তার এক বান্ধবীর সাথে একটি মসজিদে প্রবেশ করলেন। রমযানে মুসলমানরা কী করেন তা জানার জন্য। রমযান মাসমসজিদ মুসল্লীতে ভরপুর। তিনি বসে বসে দেখতে লাগলেন। তাঁর মনে হল যেন শান্তির এক ঝর্ণার নীচে তিনি বসে আছেন। তিনি বুঝতে পারলেনইসলামেই শান্তি। ইসলামই সত্য। এর এক সপ্তাহ পরে তিনি লন্ডনের আরেকটি মসজিদে যান এবং কালিমায়ে শাহাদাত পাঠ করেন। ইমাম ও মুআযযিন সাহেব তাঁর সাথে কথা বলেন। তাঁকে সূরা ফাতিহার ব্যাখ্যা শোনান। সারা বলেন, ‘যতক্ষণ তাঁরা কথা বলছিলেনআমার মনে হচ্ছিল পুরো কক্ষে একটি গুরুগম্ভীর পরিবেশ বিরাজ করছে। একটি অন্যরকম অনুভূতি ছড়িয়ে আছে চারপাশ জুড়ে।

সারার গল্পের সবচাইতে সুন্দর অংশ হলযখন তিনি তাঁর দুই মেয়েকে ইসলাম গ্রহণের কথা জানান তাদের একজনের বয়স ছিল আট আরেকজনের দশ। সারা বলেন, ‘আমি তাদেরকে বললামতোমাদের আম্মু ভাবছে মুসলমান হয়ে যাবেতোমরা কী বলো

তারা বললআমাদের তিনটি প্রশ্ন আছে :

প্রথম প্রশ্ন : যখন তুমি মুসলমান হয়ে যাবেতুমি কি আমাদের আম্মু থাকবে?

বললামঅবশ্যইবরং আরো ভালো মা হব।

দ্বিতীয় প্রশ্ন : মুসলমান হওয়ার পরও কি তুমি মদ পান করবে?

আমি বললামআর কখনো আমি মদ পান করব না।

তৃতীয় প্রশ্ন : ইসলাম গ্রহণের পরও কি তুমি খোলামেলা পোশাক পরবে?

বললামকেন তোমরা এ প্রশ্ন করছ?

আমার মেয়ে হলি বললকারণ সবসময় তোমার গলা আর বুকের বড় অংশ খোলা থাকে। আমরা এটা অপছন্দ করি এবং চাই তুমি আর এটা করবে না।

আমি বললামদেখো আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে সবসময় শালীন পোশাক পরে বের হব। তখন তারা বলে উঠলতাহলে আমরা ইসলামকে ভালবাসি।

আলহামদু লিল্লাহ আমার মেয়েরাও ইসলাম গ্রহণ করে এবং তখন থেকেই আমার সাথে নামায পড়তে শুরু করে। সুবহানাল্লাহ।

সারার পরিবার একটি বিখ্যাত পরিবার। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার বোনের স্বামী। কিন্তু টনি ব্লেয়ার শতাব্দীর মানবতা বিরোধী সবচাইতে ভয়ংকর অপরাধীদের একজন হওয়ায়তাদের সাথে তিনি সম্পর্ক ছিন্ন করেন। সবাই তাঁকে বোঝানোর চেষ্টা করলে তিনি বললেনজালেম যেই হোকযত কাছের মানুষ হোকতার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না।

সারার ইচ্ছাতিনি তার আশপাশে যে নারীরা ইসলাম গ্রহণ করছেনতাদের জন্য বসবাসের ব্যবস্থা করবেন। যেন বাসস্থানের অভাব ও কষ্ট তাদেরকে দ্বীন ত্যাগ করতে বাধ্য না করে।

সারা আরবী জানেন না। কিন্তু তিনি কুরআন তিলাওয়াত করতে ভালবাসেন। কুরআনের ব্যাপারে তাঁর অনুভূতি হলদুইদিন কুরআন থেকে দূরে থাকলে তাঁর জীবন চলা কঠিন হয়ে দাঁড়াবে। ধারালো কাচের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো। প্রথমে শুধু জাহান্নামের শাস্তির আয়াত দেখে ভয় পেলেওএখন তাঁর সামনে কুরআনের সৌন্দর্য প্রকাশ পেয়েছে। কুরআন এখন তার জীবনের ভালবাসা।

[বিশিষ্ট দাঈ ফাহাদ আলকান্দারীর প্রোগ্রাম বিলকুরআন ইহতাদাইতু’ অবলম্বনে]