পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদসহ পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁদের উদ্দেশে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আবদুস সাত্তার এই আদেশের আবেদন করেন।
আদালত জানায়, এর আগে গত ১০ জুলাই একই মামলায় ২৬ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছিল। পরে জানা যায়, ওই ২৬ জনের মধ্যে রাফিউল হাসান রাসেল ও মো. আনোয়ার পারভেজ নামের দুইজন অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সে কারণে তাঁদের বিষয়ে আগের মৌখিক আদেশ বাতিল করে আজ নতুন আদেশ দেওয়া হয়।
ট্রাইব্যুনাল জানিয়েছে, গ্রেপ্তার থাকা দুই আসামিকে আগামী ২২ জুলাই আদালতে হাজির করতে হবে। অন্যদিকে, পলাতক ২৪ আসামির বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আত্মসমর্পণের নির্দেশ বলবৎ থাকবে।
মোট ৩০ জন আসামির মধ্যে আজ আদালতে হাজির করা হয়েছে চারজনকে। তাঁরা হলেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ।
এদিকে গণ–অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণের লাশ পোড়ানোর ঘটনায় করা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুলাই। মামলায় গ্রেপ্তার আট আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল ১৬ জুলাইয়ের মধ্যে পলাতক আসামিদের গ্রেপ্তারে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।