বিপিএলের সেরা খেলোয়াড়, তবু জাতীয় দলে জায়গা হয়নি—মন খারাপ ছিল মিরাজের

বিপিএলের সেরা খেলোয়াড় মেহেদী হাসান মিরাজ: জাতীয় দলে না থাকা যতটা কষ্টের, ততটাই ইতিবাচক মনোভাব নিয়ে পিএসএলে নতুন সুযোগ গ্রহণ।
মেহেদী হাসান মিরাজ মনে করেন, জাতীয় দলে জায়গা না পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরাই, এবং তাঁরা নিশ্চয় দলের কল্যাণ বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে বিষয়টি তাঁর কাছে হতাশাজনক—বিশেষ করে তিনি যখন বিপিএলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তা–সত্ত্বেও হতাশায় ডুবে যেতে চান না তিনি। মিরাজ বিশ্বাস করেন, ক্রিকেটে অনেক সময় এমন কিছু ঘটে যা খেলোয়াড়ের নিয়ন্ত্রণে থাকে না। তাই তিনি সব সময় ইতিবাচক মানসিকতা ধরে রাখার চেষ্টা করেন।
এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন মিরাজ, যেখানে সাকিব আল হাসানের দলের হয়ে খেলবেন তিনি। এটি তাঁর দ্বিতীয়বারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ। আগেও তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গিয়েছিলেন, যদিও তখন ম্যাচ খেলার সুযোগ হয়নি। পিএসএলে সুযোগ পেয়ে এবার সাকিব আল হাসান নিজে তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় দলের বাইরে থাকাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ এনে দিয়েছে বলে মনে করেন মিরাজ। তাঁর ভাষায়, যদি স্কোয়াডে থাকতেন, তাহলে পিএসএলে খেলার সুযোগ হতো না। তাই তিনি মনে করছেন, যা হয়েছে, ভালোর জন্যই হয়েছে। তাঁর বিশ্বাস, নির্বাচকদেরও নিজস্ব পরিকল্পনা ও চিন্তাভাবনা রয়েছে, এবং সবকিছুই তিনি ইতিবাচকভাবে গ্রহণ করছেন।