মুগদায় ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত আল আমিনের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু।
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের সামনে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আল আমিন (২০)। তিনি ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে। বাবার নাম গুলজার হোসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার। তিনি বলেন, বুধবার রাতে মুগদা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে শান্তা ফিলিং স্টেশনের সামনে এক ব্যক্তির টাকা ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ ওঠে আল আমিনের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কয়েকজন তাঁকে আটক করে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।