ইসরায়েল পশ্চিম তীর সম্পূর্ণ দখলের উদ্যোগ নিচ্ছে

বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার আহ্বান জানালেও গাজায় হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত, আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি
ইসরায়েল পশ্চিম তীরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চাইছে। চলতি মাসের মধ্যেই দেশটির পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে যুক্ত করার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির মন্ত্রিসভা সদস্যরা। গত বুধবার তারা এক আবেদনে এ দাবি করেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রায় ২১ মাস ধরে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় পশ্চিম তীরকে স্থায়ীভাবে দখল করার পরিকল্পনা করছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলেও, নেতানিয়াহু তার সঙ্গে আলোচনায় বসার আগেই পশ্চিম তীরকে যুক্ত করার দাবি উঠেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার একদিনে ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন ত্রাণকর্মী ছিলেন। আহত হয়েছেন আরও ৫৮১ জন। জাতিসংঘের মানবাধিকার বিশেষ প্রতিনিধি ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যামূলক অভিযান’ চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ ও বাণিজ্য-অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের আহ্বান জানাচ্ছেন।
জাতিসংঘ জানিয়েছে, গাজার প্রায় ৮৫ শতাংশ এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে বা উচ্ছেদ আদেশের মুখে রয়েছে। উচ্ছেদ আদেশগুলো মানুষের জরুরি সহায়তা পাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে খান ইউনিসের দুটি এলাকায় সর্বশেষ উচ্ছেদ আদেশ দেওয়া হয়েছে, যেখানে প্রায় ৮০ হাজার মানুষ বাস করে। এই আদেশের কারণে গুরুত্বপূর্ণ জলাধারে পানি পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।
সীমান্ত শহর আশকেলনে ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। Meanwhile, তার ঘনিষ্ঠ মন্ত্রী রন ডারমার এই নেসেট আবেদনে সই করেননি এবং বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।