রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের একক ক্ষমতার বিরোধিতা এবি পার্টির

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এবি পার্টি বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের পক্ষে অবস্থান নেয় এবং রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা বিষয়ে নীতিমালার দাবি তোলে।
আমার বাংলাদেশ (এবি) পার্টি মনে করে, ফৌজদারি অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতির একক ক্ষমায় মুক্তি দেওয়া সংবিধানসিদ্ধ হলেও এ বিষয়ে নীতিমালা থাকা জরুরি। দলটির মতে, এ ধরনের ক্ষমা প্রদানের ক্ষেত্রে একক সিদ্ধান্ত নয়, বরং একটি নিরপেক্ষ প্রক্রিয়া অনুসরণ করা উচিত।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আয়োজিত রাজনৈতিক দলগুলোর আলোচনায় এসব কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানান, আলোচনা শেষে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে— রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন এবং বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট বেঞ্চ স্থাপন।
এবি পার্টির পক্ষ থেকে প্রস্তাব করা হয়, শুধু বিভাগীয় শহর নয়, দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা উচিত। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “১৮ কোটি মানুষের বিচারের আশায় ঢাকায় আসতে হয়। এতে অর্থ ও সময় অপচয় হয়, যা সাধারণ মানুষের জন্য কষ্টকর। একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা চাই বিচারপ্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হোক।”
আলোচনায় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হকও উপস্থিত ছিলেন। দলটি জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে পূর্ণ সমর্থন জানিয়েছে।