বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পিসিবির ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী সংসদ নির্বাচন: প্রচারে নামার আগে মার্কা নিচ্ছেন প্রার্থীরা ‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

অর্থনীতি

বাংলাদেশে বিদেশি ঋণ ছাড় ৪১৩ কোটি ডলার, পরিশোধের চাপ বাড়ছে

 প্রকাশিত: ১৭:০৪, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশে বিদেশি ঋণ ছাড় ৪১৩ কোটি ডলার, পরিশোধের চাপ বাড়ছে

২০২৪–২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশে বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ ৪১৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে একই সময়ে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে প্রায় ২৬৪ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থবছরের শুরুতে ঋণ পরিশোধের পরিমাণ ঋণ ছাড়ের তুলনায় বেশি থাকলেও, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঋণ ছাড় বেড়ে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বিদেশি ঋণের সবচেয়ে বড় অংশ এসেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে, যা প্রায় ১১৩ কোটি ডলার। এছাড়া বিশ্বব্যাংক ৯৬ কোটি ডলার এবং জাপান ৭৩ কোটি ডলার ঋণ দিয়েছে। অন্যদিকে, আলোচ্য আট মাসে সরকারকে বিদেশি ঋণ বাবদ ২৬৪ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে, যার মধ্যে ১৬৯ কোটি ডলার মূল ঋণ এবং ৯৫ কোটি ডলার সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে ২০৩ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল, অর্থাৎ এক বছরে ৬১ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।

বিদেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা ৭২০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিলেও, চলতি অর্থবছরের প্রথম আট মাসে এই প্রতিশ্রুতি কমে ২৩৫ কোটি ডলারে নেমে এসেছে। বিশেষ করে চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলো এবার কোনো ঋণ প্রতিশ্রুতি দেয়নি।

গত কয়েক বছরে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। গত অর্থবছরে বাংলাদেশকে ৩৩৬ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে, যা এক দশকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বিদেশি ঋণের ওপর নির্ভরতা যেমন বাড়ছে, তেমনি ঋণ পরিশোধের চাপও সরকারের জন্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।