রোববার ০৪ জানুয়ারি ২০২৬, পৌষ ২১ ১৪৩২, ১৫ রজব ১৪৪৭

ব্রেকিং

ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ দেশে কোটি কোটি ‘নকল ফোন’, বন্ধ হচ্ছে না এখনই ‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়েছি’ বললেন বৈষম্যবিরোধী নেতা শরীয়তপুরে ছুরিকাঘাতের পর শরীরে আগুন, দগ্ধ খোকন দাসের মৃত্যু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী আটক: ট্রাম্প আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঢাকা-১৩: বিএনপির ববি হাজ্জাজ ও খেলাফতের মামুনুলসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির-বিএনপির মিল্টন, ঢাকা-১০ আসনে রবির মনোনয়ন বৈধ ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা মায়ের দেখানো পথেই দেশ এগিয়ে নেবেন তারেক রহমান: রিজভী কলকাতার স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দিতে বললো বিসিসিআই জানুয়ারিজুড়ে থাকবে শীতের দাপট, আরও নামতে পারে তাপমাত্রা

অর্থনীতি

বাংলাদেশে বিদেশি ঋণ ছাড় ৪১৩ কোটি ডলার, পরিশোধের চাপ বাড়ছে

 প্রকাশিত: ১৭:০৪, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশে বিদেশি ঋণ ছাড় ৪১৩ কোটি ডলার, পরিশোধের চাপ বাড়ছে

২০২৪–২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশে বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ ৪১৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে একই সময়ে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে প্রায় ২৬৪ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থবছরের শুরুতে ঋণ পরিশোধের পরিমাণ ঋণ ছাড়ের তুলনায় বেশি থাকলেও, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঋণ ছাড় বেড়ে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বিদেশি ঋণের সবচেয়ে বড় অংশ এসেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে, যা প্রায় ১১৩ কোটি ডলার। এছাড়া বিশ্বব্যাংক ৯৬ কোটি ডলার এবং জাপান ৭৩ কোটি ডলার ঋণ দিয়েছে। অন্যদিকে, আলোচ্য আট মাসে সরকারকে বিদেশি ঋণ বাবদ ২৬৪ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে, যার মধ্যে ১৬৯ কোটি ডলার মূল ঋণ এবং ৯৫ কোটি ডলার সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে ২০৩ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল, অর্থাৎ এক বছরে ৬১ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।

বিদেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা ৭২০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিলেও, চলতি অর্থবছরের প্রথম আট মাসে এই প্রতিশ্রুতি কমে ২৩৫ কোটি ডলারে নেমে এসেছে। বিশেষ করে চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলো এবার কোনো ঋণ প্রতিশ্রুতি দেয়নি।

গত কয়েক বছরে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। গত অর্থবছরে বাংলাদেশকে ৩৩৬ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে, যা এক দশকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বিদেশি ঋণের ওপর নির্ভরতা যেমন বাড়ছে, তেমনি ঋণ পরিশোধের চাপও সরকারের জন্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।