রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি বরিশালে মৎস্য দপ্তরের জব্দ করা জাটকা লুট শাহবাগে শিক্ষকদের ছত্রভঙ্গ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নির্বাচন নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি: আইন উপদেষ্টা এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি ‘সোহরাওয়ার্দীতে গাঁজা বেচতে নিষেধ করায় সাম্যকে হত্যা’ কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪৪ নেতা-কর্মী গ্রেফতার নেত্রকোণায় মশাল মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে সহস্রাধিক ফ্লাইট বাতিল ভোলায় নলকূপ খনন করলেই বেরিয়ে আসছে গ্যাস নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা ডিএনএ’র পথিকৃৎ জেমস ওয়াটসনের জীবনাবসান জম্মু-কাশ্মীরের ‍কুপওয়ারায় ভারতীয় বাহিনীর গুলিতে ‘২ সন্ত্রাসী নিহত’

অর্থনীতি

বাংলাদেশে বিদেশি ঋণ ছাড় ৪১৩ কোটি ডলার, পরিশোধের চাপ বাড়ছে

 প্রকাশিত: ১৭:০৪, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশে বিদেশি ঋণ ছাড় ৪১৩ কোটি ডলার, পরিশোধের চাপ বাড়ছে

২০২৪–২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাংলাদেশে বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ ৪১৩ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। তবে একই সময়ে ঋণের সুদাসল পরিশোধ করতে হয়েছে প্রায় ২৬৪ কোটি ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অর্থবছরের শুরুতে ঋণ পরিশোধের পরিমাণ ঋণ ছাড়ের তুলনায় বেশি থাকলেও, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঋণ ছাড় বেড়ে যাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

বিদেশি ঋণের সবচেয়ে বড় অংশ এসেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে, যা প্রায় ১১৩ কোটি ডলার। এছাড়া বিশ্বব্যাংক ৯৬ কোটি ডলার এবং জাপান ৭৩ কোটি ডলার ঋণ দিয়েছে। অন্যদিকে, আলোচ্য আট মাসে সরকারকে বিদেশি ঋণ বাবদ ২৬৪ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে, যার মধ্যে ১৬৯ কোটি ডলার মূল ঋণ এবং ৯৫ কোটি ডলার সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে ২০৩ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল, অর্থাৎ এক বছরে ৬১ কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়েছে।

বিদেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত অর্থবছরের একই সময়ে উন্নয়ন সহযোগীরা ৭২০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিলেও, চলতি অর্থবছরের প্রথম আট মাসে এই প্রতিশ্রুতি কমে ২৩৫ কোটি ডলারে নেমে এসেছে। বিশেষ করে চীন, ভারত ও রাশিয়ার মতো দেশগুলো এবার কোনো ঋণ প্রতিশ্রুতি দেয়নি।

গত কয়েক বছরে ঋণ পরিশোধের চাপ ক্রমাগত বাড়ছে। গত অর্থবছরে বাংলাদেশকে ৩৩৬ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হয়েছে, যা এক দশকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। বিদেশি ঋণের ওপর নির্ভরতা যেমন বাড়ছে, তেমনি ঋণ পরিশোধের চাপও সরকারের জন্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।