শুক্রবার ০৪ জুলাই ২০২৫, আষাঢ় ২০ ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

ব্রেকিং

সংখ্যানুপাতিক ব্যবস্থায়(পিআর) ‘ভবিষ্যৎ বিভক্তি’র শঙ্কা তারেক রহমানের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশ সদস্য ক্লোজড কলেজ প্যাডে ছাত্রদলের প্রচারণা? অধ্যক্ষের ব্যাখ্যা ঘিরে বিতর্ক মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সংঘাত বিস্তার: বিশ্লেষণ কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮ “ত্রাণ নিতে এলে গুলি করতাম”—গাজার ঘটনায় মুখ খুললেন ইসরায়েলি সেনারা তেহরানে ধ্বংসস্তূপে উদ্ধার চলছেই, মৃতের সংখ্যা ছাড়াল ৪৫০ ইরানে বাংলাদেশিদের সহায়তায় হটলাইন চালু উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে ইসরায়েলের টার্গেটে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ১৩ জুন তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: ফখরুল রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য হবে কাঁচের মতো স্বচ্ছ ঘর: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের ঘোষিত সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে ইসি: উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির উদ্দিন মণিপুরে আবার উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের চাপে ঢাকার ৪ থানায় সক্রিয় অর্ধশতাধিক অপরাধী দল জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ জুলাই সনদ–ঘোষণাপত্র হলে ঘোষিত সময়ে নির্বাচনে আপত্তি নেই: এনসিপি ২৫ কিলোমিটার যানজট, ২৪ ঘণ্টায় পারাপার ৬৪ হাজার যানবাহন বান্দরবানের রুমা ও থানচি ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রত্যাহার গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো, জাতিসংঘ নিরাপত্তা গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা বান্দরবানের লামায় পাহাড় ধসের শঙ্কায় ৬০ রিসোর্ট বন্ধ নির্বাচন নিয়ে তরুণদের প্রতি অসত্য অভিযোগ ও বাস্তবতা ভারতের মুসলমানদের কেন বারবার দেশপ্রেমের প্রমাণ দিতে হয় সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক একুশের বন্ধুত্বে আগামীর পথচলা: বার্ষিক সম্মেলনে ২১তম বিসিএস প্রশাসন ফোরাম বিজিএমইএ`র নতুন নেতৃত্বে আসছেন বাবু, নিরঙ্কুশ জয়ের ইঙ্গিত জিলহজ মাসের আমল ও কোরবানির তাৎপর্য চট্টগ্রামে নারীকে লাথির ঘটনায় ভাইরাল আকাশ চৌধুরী বহিষ্কৃত, জামায়াতের বিবৃতি সংকট নিরসনে উদ্যোগ নেই, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল পবিস শ্রমিকরা আনচেলত্তির স্বপ্ন - রিয়াল মাদ্রিদের মতো করে খেলাবেন ব্রাজিলকে ডিমের দাম এখনো চড়া, ডজন ১৩০–১৪০ টাকায় বিক্রি বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ হারের পর লিটনের মনোভাব - এখনো দুই ম্যাচ বাকি কাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি দোকান বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে ডিএনএ টেস্ট করে নামফলক ও মর্যাদা চায় শহীদ পরিবারের সদস্যরা বেতন না পেয়ে ডাকাতি, জাহাজের চিফ ইঞ্জিনিয়ারসহ তিনজন আটক “বাংলাদেশে কৌশলগত স্বার্থ নেই দক্ষিণ কোরিয়ার”—রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক “শাপলার হত্যাকাণ্ডের বিচার চাই”—হেফাজতের বিবৃতি মির্জা আব্বাস: “করিডর আর স্টারলিংক আনা হচ্ছে আরাকান আর্মির জন্য” জিলহজ মাসের চাঁদ দেখে যে দোয়া পড়বেন নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম ‘চিন্তার স্বাধীনতাও হারাচ্ছি?’— নারী কমিশন বিতর্কে গীতিআরার উদ্বেগ ইউক্রেনে রাশিয়ার টানা হামলায় নিহত ১২, কঠোর চাপের আহ্বান জানালেন জেলেনস্কি সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা জুলাই অভ্যুত্থান ক্ষমতার পালাবদল নয়, এটি মৌলিক সংস্কার: নাহিদ হলুদ সাংবাদিকতা’ বিরোধী স্লোগানে উত্তাল শিক্ষক মিছিল ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া বন্দর দিয়ে রপ্তানি কমেছে ৪০% বিএনপির অবস্থান কর্মসূচি চলছে, দুই উপদেষ্টার পদত্যাগ দাবি জাতীয় স্বার্থে অভিমান ভুলে দায়িত্বশীল হওয়ার আহ্বান : জামায়াত আমির আন্দোলনের পর অবশেষে নিয়োগ পেলেন ৪৩তম বিসিএসের বাদ পড়া ১৬২ জন নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ কাল বাংলাদেশে স্টারলিংকের যাত্রা, স্যাটেলাইট ইন্টারনেটের নতুন যুগ শুরু নরওয়ের দৃঢ় সমর্থন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিগত সরকারের সময় প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, এমন অবস্থা ছিল যে খতিবকেও পালাতে হয়েছিল: বাণিজ্য উপদেষ্টা গায়ের জোরে নগর ভবন দখল করে আন্দোলন চালাচ্ছে বিএনপি আবারও রাজপথে নামার ইঙ্গিত আসিফের, সতর্ক করলেন হাসনাত গোপন অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন স্থগিত, ২০ মে আলোচনায় বসবে ঐক্য পরিষদ ভারতের আমদানি নিষেধাজ্ঞা সীমান্ত বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি করছে ভারতের নতুন সিদ্ধান্তে উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বাংলাদেশি ভোগ্যপণ্য আমদানি বন্ধ গত ৯ মাসে জুলাই-যোদ্ধাদের ওপর ৩৮টি হামলা জবি’র ৪ দফা দাবি মেনে নেওয়ায় আন্দোলনের সমাপ্তি ঘোষণা ডিবি থেকে মুক্তির পর আন্দোলনে উল্লাস জবি শিক্ষার্থীর গাজা দখলে নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প শাহরিয়ার হত্যাকাণ্ডে বিচার নিশ্চিতের অঙ্গীকার উপদেষ্টা আসিফের সোনার দাম ভরিতে কমল ৩ হাজার ৪৫২ টাকা, নতুন দর কার্যকর শুক্রবার থেকে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: নিরাপত্তা নিশ্চিতে বড় পদক্ষেপ প্রশাসনের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

ইসলাম

শেখ সাদীর গুলিস্তা

 আপডেট: ২২:৩৪, ২২ মে ২০২২

শেখ সাদীর গুলিস্তা

পূর্বযুগের এক বাদশাহ জনৈক বুযুর্গকে করেন জিজ্ঞাসা, যার ছিলো অনেক পোষ্যমুখ, আর মনে ছিলো অনেক চিন্তাদুঃখ। জিজ্ঞাসা করেন, আপনার জীবনের প্রিয় সময়গুলো হে জনাব, কীভাবে কাটে দেবেন কি জবাব? তিনি বললেন, সারা রাত কাটে ইবাদত বন্দেগিতে, ভোর রাত কাটে রিযিকের দু‘আ-মুনাজাতে, আর সারাটা দিন যায় রুটি-রুযির ধান্ধায়। বাদশাহর অতি উচ্চ ছিলো চিন্তাধারা, তাই তিনি বুঝে নিলেন তার কথার ইশারা এবং তখনই জারি করলেন হুকুমনামা, দান করো তাকে নতুন জামা-পাজামা, আর জারি করে দাও প্রতি মাসের পর্যাপ্ত ভাতা, যাতে চিন্তুামুক্ত হয়ে সিজদায় পড়ে থাকে তাঁর মাথা। কবিতা- পরিবারের শেকলে বাঁধা তুমি সকাল-বিকাল/ঝেড়ে ফেলো নিশ্চিন্ত ইবাদতের খোশ খেয়াল/ রুটি-রুজির চিন্তা করে যার শান্তিহরণ/ঊর্ধ্বজগতে কেমন করে হবে তার বিচরণ?/ একই ঘোরে নিত্য যে ঘুরি, আর বলি হে মন/ আজ নিশিতে নির্জনে খোদারে করিব স্মরণ/ নিশিতে নামাযে দাঁড়িয়ে হায়, ভাবনা এসে যায়/ সন্তানেরা মোর কী খাবে ভোরে, কী হবে উপায়? শিক্ষা- যারা ইবাদত বন্দেগির স্বাদ পেতে চায়, তাদের কর্তব্য হলো সংসারের ঝামেলায় বেশীমাত্রায় নিজেকে লিপ্ত না করা।

নচেৎ দিনরাত পোষ্যপরিজনের চিন্তায় ডুবে থাকতে হবে, ইবাদতের অবসরই আর পাওয়া যাবে না, এমনকি রাজাবাদশা ও দুনিয়াদারদের কাছে হাত পাতারও যিল্লতি ভোগ করতে হতে পারে। *** এক দেশে ছিলেন এক দরবেশ, বুযুর্গিতে ছিলো নামডাক বেশ। একবার তিনি শহরের জীবন ত্যাগ করে চলে গেলন বনের ভিতরে। সেখানেই শুরু করলেন তার নতুন জীবন, দিন-রাত করেন ইবাদত সঁপে দিয়ে তুনমন। বনের ভিতরে তার জায়নামায থাকে পাতা, উদরের ক্ষুধা দূর করেন খেয়ে গাছের পাতা। ঘটনা শুনে দেশের বাদশাহ হন পেরেশান এবং সঙ্গে সঙ্গে দরবেশের খেদমতে ছুটে যান। বলেন তিনি করজোড়ে নিবেদন করে, হুযূর! দয়া করে ফিরে চলুন শহরে। যদি ভালো মনে করেন এবং কবুল করে আপনার যেহেন, তাহলে বলি- আপনার জন্য নির্ধারণ করবো একটি মনোরম প্রাসাদ; সেখানে নির্জনে ইবাদত করবেন মিটিয়ে মনের সাধ। এখানের চেয়ে উত্তম হবে ইবাদতের একাগ্রতা; তাতে কোন সন্দেহ নেই নিশ্চিত তা।

তাছাড়া লোকেরা ধন্য হবে আপনার নূরানি ছোহবতে এবং মগ্ন হবে আপনার অনুসরণে বন্দেগিতে। দরবেশের মোটেই পছন্দ হলো না বাদশাহর প্রস্তাব, কারণ তাতে পরে হতে পারে মনস্তাপ। তাই তিনি তার নিবেদন নাকচ করে দিলেন এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন। তখন বাদশাহর সঙ্গী এক উযির দেখালেন যুক্তি, ঠিক নয় তাকে ফিরিয়ে দেয়া যিনি করেন এত ভক্তি। অন্তত বাদশাহর মনরক্ষার খাতিরে দু’তিন দিন এসে থাকুন শহরে। নিজেই পরীক্ষা করে দেখুন প্রাসাদের পরিবেশ। সেখানে ইবাদতে না হয় যদি মনোনিবেশ, আর সাধারণ মানুষের সঙ্গ, যদি করে আপনার ধ্যান ভঙ্গ, থাকবে তো আপনার অধিকার সবকিছু ছেড়ে চলে আসার। কথিত আছে, দরবেশ শহরে এলেন দুদিনের জন্য। শহরবাসী সকলে তার আগমনে হলো যেন ধন্য। শাহী উদ্যানে এক প্রাসাদ তার জন্য করা হলো খালি। রোয সকালে তার খেদমতে তাজা ফুল হাযির করে মালী। সে বাগানের সৌন্দর্যের কথা আর বলো না; আসলে দুনিয়াতে ছিলো তা জান্নাতের নমুনা।

কবিতা- লাল গোলাব যেন প্রিয়তমার গণ্ডদেশ/ ঝুলে থাকা ‘সাম্‌বাল’ যেন তার কৃষ্ণ কেশ/ ‘শীত-সকালে’ ফুলগুলো তরুতাজা দেখতে এমন/ এখনো মায়ের কোলে দুধ না খাওয়া শিশু যেমন/ ডালে ডালে ঐ যে দেখো তুমি শত শত ‘আনারকলি’/ সবুজ গাছে ঝুলে আছে যেন লাল অঙ্গারগুলি। দরবেশের সেবায় বাদশাহ পাঠালেন একদাসী, এমন ছিলো যার সৌন্দর্যরাশি- চাঁদের টুকরো এক, ভাঙ্গে যেন সুফীর ধ্যান/ অপ্সরি, ময়ূরি, তারে হেরি হারায় সবে জ্ঞান/ গুলবাগে চুল খুলে সবুজ ঘাসে করে পায়চারি/ তসবি হাতে রাখতে নারে কেহ ধৈর্য ধরি। দাসীর পরে বাদশা পাঠালেন সুদর্শন এক দাস, যেন এক নাশ, সঙ্গে তার সর্বনাশ। কবিতা- পেয়ালা হাতে সবার মাঝে ঘোরে সে সাকী/ দেয় না কিছু দেখায় শুধু যুলুম এ কী!/ দেখে দেখে আশ না মেটে, শুধু নেশা ধরে/ ফোরাতের তীরে যেন পিপাসায় মরে। দরবেশ তার জায়নামায রেখে একপাশে, মজে থাকে ফলের স্বাদে, ফুলের সুবাসে এবং পানাহারে ভোগবিলাসে। কখনো সুদর্শন দাস, কখনো সুন্দরী দাসী, উপহার দেয় কটাক্ষ আর মধুর হাসি। মুগ্ধ দরবেশ তা করে অবলোকন, তার মন যেন করে ওঠে কেমন! এ কারনেই তো জ্ঞানিগণ বলেন অবিরত, রূপসীর কেশ হলো বুদ্ধির শিকল, জ্ঞানীর জ্ঞান করে দেয় বিকল। কবিতা- তব চরণে করিনু উৎসর্গ ইহ-পরকাল/ আমি মূর্খ পাখী, তুমি যে মনোহর এক জাল।

মোটকথা, দীর্ঘ ইবাদতের যা কিছু অর্জন গেলো সব রসাতলে, পুণ্যের সাধনা করলেন বর্জন ভোগের পদতলে। কবিতা- জগতের যত পীর-সাধু, জ্ঞানী, কবি/ ঘোচায় ঘোর আঁধার, হয়ে সত্যের রবি/ দুনিয়ার লোভে যায় যবে যায় অধঃপাতে/ যেন মাছি উড়ে গিয়ে পড়ে যায় মধুতে। এভাবে সুখে-ভোগে দরবেশের দিন কাটে গুলবাগে, বাদশাহর মনে ফের দরবেশের যেয়ারাতের সাধ জাগে। গিয়ে দেখেন, তিনি তখন অন্য মানুষ, ঘীয়ে মাখনে বিলকুল নাদুশনুদুশ! হেলান দিয়ে আছেন মখমলের তাকিয়ায়। রূপসী দাসী মাথার উপর ময়ূরপাখা দোলায়। দরবেশের খোশহাল দেখে বাদশাহ হলেন খোশ; বাড়িয়ে দিলেন মাসোহারা ও খোরপোশ। দরবেশের সঙ্গে বাদশাহর হলো অনেক কথা, অবশেষে বললেন তিনি নত করে মাথা, দু’টি শ্রেণীকে আমি মনে প্রাণে ভালোবাসি, আর কেউ তাদের বাসে না ভালো এত বেশী। এক হলো যারা আলিম, বিদ্যানুরাগী, আর হলো যারা যাহিদ, সংসারত্যাগী। এক উযির অতি বিচক্ষণ, বাদশাহর সঙ্গে থাকেন সর্বক্ষণ, বললেন তিনি ধীরে ধীরে বাদশাহকে সম্বোধন করে, জাহাঁপানা, দাবী হলো ভালোবাসার, উভয়ের সঙ্গে করবেন সদাচার। আলিম যারা তাদের দান করুন বেশুমার, যেন ইলমের প্রতি হয় অনুরাগ সবার। আর যারা যাহিদ সংসার ত্যাগী, দান দ্বারা ঠিক নয় তাদের করা দুনিয়াভোগী। শিক্ষা- দুনিয়ার মোহজাল এবং শয়তানের ধোকা সম্পর্কে সাবধান থাকা উচিত। 

একটি ঘটনা লোকে করে বর্ণনা; দূরের এক দেশ, সেখানে ছিলেন এক দরবেশ। যেমন জ্ঞানী তেমন গুণী। তার ছিলো কালো কুৎসিত এক কন্যা, দেখলে সবার ধরে যায় ঘেন্না। কন্যা ধীরে ধীরে বড় হলো এবং দেখতে দেখতে বিয়ের বয়স হলো। কিন্তু যেমন তেমন বরও জোটে না মেয়ের কপালে, সবাই যে রূপের পূজারী একালে এবং সেকালে! একে ওকে যতই বলা হয় যৌতুকের কথা, গোমড়া মুখে চলে যায় দুলিয়ে মাথা। বেটে, মোটা, সেও বলে ‘এ মেয়ে নয় পসন্দ, যৌতুকে চালাতে চাও অচল পণ্য, আমি কি অন্ধ! যতই সাজুক বদসূরত দুলহান, শোভে না তার গায়ে রেশমি ‘পিরহান’।’ অবশেষে দরবেশের দুয়ারে দাঁড়ালো এসে সত্যি এক অন্ধ। নাচার বাবা তারই হাতে তুলে দিলেন মেয়ে, চোখ করে বন্ধ।

বহু দূরে লঙ্কা দেশে ছিলেন মস্ত এক বৈদ্য, শোনা গেলো, এদেশে তিনি এসেছেন সদ্য। তার দেশ যেমন লঙ্কা, তেমনি বাজলো তার ডঙ্কা। চারদিকে ছড়িয়ে পড়ে চিকিৎসার খ্যাতি, অন্ধজনে ফিরে পায় আলো দ্রুত অতি। সবাই এসে পিতাকে বলে, শোন আমাদের পরামর্শ, জামাতার চিকিৎসা করো, কন্যার জীবনে আসে যেন হর্ষ। পিতা বলে, তোমাদের কথা ঠিক, কিন্তু ভয় লাগে ভেবে সবদিক, অন্ধ ফিরে পাবে আলো, ধরা যাক; তখন যদি কন্যাকে আমার দিয়ে দেয় তালাক! জ্ঞানীগণ বলেছেন কথা অতি দামী, কালো মেয়েকে এনে দাও অন্ধ স্বামী।

শিক্ষা- যে কোন কাজ করার আগে চিন্তা করা উচিত, যাতে পরবর্তীতে হিতে বিপরীত না হয়।

***

একবার দেশের বাদশাহর দরবারে, দরবেশদের জামাত এলো এক দরকারে। বাদশাহ প্রথমে পুছলেন তাদের পরিচয়, তারপর করলেন কুশল বিনিময়। তিনি তাদের পাশে বসালেন করে আদর-সমাদর, যেন অন্তরে তাদের প্রতি অনেক কদর। বাদশাহ অনেক কিছু করলেন, করলেন না শুধু ভক্তি, যদিও মুখে প্রকাশ করেননি বিরক্তি। তবে যাদের আছে অন্তর্দৃষ্টি ও প্রজ্ঞা, তারা বুঝতে পারে কোনটি কদর, কোনটি করুণা ও অবজ্ঞা! কিন্তু সবাই সবকিছু বুঝতে পারে না এবং আচরণের গভীরে যেতে পারে না। তাই জামা‘আতের সকলে খুশী হলো এবং বাদশাহকে দু‘আ দিলো। সেই জামাতে একজন দরবেশ ছিলেন অতি বিচক্ষণ, বাদশাহর আচরণ-রহস্য তিনি বুঝলেন বিলক্ষণ। তাই ভরা দরবারে সংযত স্বরে বললেন, শুনুন জাহাপনা, এই দুনিয়া হয়ে যাবে ফানা। এখানে ক্ষণিক জীবনে, দিন-রাত যাপনে আমরা সুখী; আপনি দুঃখী। লোকে-লশকরে, ধনে-ভান্ডারে আমরা তুচ্ছ, আপনি অতি উচ্চ। কিন্তু জীবনের শেষক্ষণে, মরণে কাফনে দাফনে এবং কবরের শয়নে উভয়ে সমান। কারণ উপরে মুছে যায় সব নিশান, ভিতরে শুধু মাটির বিছান। আর কিয়ামতে! জানি না কে ওঠবে কী হালতে। তবে ইনশাআল্লাহ আমাদের হিসাব হবে হালকা, যেন শুকনো পাতা, বা পেয়াজের ‘ছিলকা’। কবিতা-

জানি বাদশাহ তুমি বিশ্বজয়ী অশেষ প্রতাপ/ আমি ফকির, টুকরো রুটির তরে করি বিলাপ/ মহলে-কুটিরে যেদিন মরণ করিব বরণ/ অচিন ঘরে সঙ্গে যাবে শুধু শুভ্র কাফন/ রিক্ত হাতে যাবেই যখন তখত-তাজ ছাড়ি/ বাদশাহি নয়, উত্তম ফকিরি, বলতে পারি।

শিক্ষা- তুমি গরীব হতে পারো, কিন্তু আত্মপরিচয় ও আত্মমর্যাদা ভুলে যাওয়া উচিত নয় এবং দুনিয়াদারদের সামনে নিজেকে ছোট করা উচিত নয়।

***

তরীকতের মূল কথা- 

জামায় তালি, ছেঁড়া জুতা আর নেড়ে মাথা, এটা নয় দরবেশির আসল কথা। এটা তো বাইরের খোলস এবং শুকনো নিরস। দরবেশির আসল রহস্য তোমাকে বলবো অবশ্য। যখন দিল হবে যিন্দা এবং নফস হবে মুরদা তখনই তুমি হবে আসল আশিক, জীবনে তোমার হবে ছুবহে ছাদিক। কবিতা-

ফকিরি নয় তো মুখের দাবী, কথার বড়াই/ একটু আঘাতে ফুঁসে ওঠে শুরু করে লড়াই/ পর্বতচূড়া হতে গড়ায় পাথরের চাঁই/ দাঁড়িয়ে থাকে ফকির দিলে যে তার ভয় নাই/ জানে সে খোদার হুকুম ছাড়া পাতা নাহি নড়ে/ কোন শক্তি নাই মারিবে, আল্লাহ রাখে যারে।

***

তরীকতের মূল কথা-

দরবেশের জীবন হবে এমন। মুখে যিকির, দেমাগে ফিকির। দিলে ছবর, যবানে শোকর। অল্পে তুষ্ট, তাকদীরে নয় রুষ্ট। আত্মত্যাগ ও মানবসেবা, এবং ইবাদত-বন্দেগি নিশি-দিবা। তাওহীদ ও একত্বে অটল বিশ্বাস, তাওয়াক্কুল ও আল্লাহ-ভরসায় কাটে শ্বাস-প্রশ্বাস। উপরের প্রতিটি গুণে যে গুণান্বিত, সেই আসল দরবেশি সাজে সজ্জিত, যদিও গায়ে রেশমি জামা এবং মাথায় দামী আমামা। আর যে ভবঘুরে, নাই নামায-রোযা, আছে শুধু খাহেশাত ও প্রবৃত্তির পূজা। সকাল-সন্ধ্যা যে ভোগ-বিলাসে বিভোর, আর গাফলতের ঘুমে রাত করে ভোর। যা পায় তাই খায়, হালাল-হারাম বাছে না, যা মুখে আসে তাই বকে, ভালো-মন্দ ভাবে না, সে তো ফাসিক-ফাজির, যদিও সুরতে মস্ত ফকির। গায়ে যদিও ফকিরি লেবাস এবং কুটিরে করে বসবাস। কবিতা-

ভিতরে নাই তোমার খোদাভীতি, ধর্মভয়/ গায়ে আলখেল্লা, তুমি কপট সুনিশ্চয়/ দুয়ারে তোমার ঝুলিতেছে পর্দার বাহার/ ঘরের ভিতরে নাই একটা চাটাই তোমার/ বাইরের সাজ ত্যাগিয়া ধর ভিতরের সাজ/ হতে চাও যদি দু’জাহানে বাদশাহ বেতাজ।

***

একদিন দেখি ফুলদানিতে তাজা ফুলের তোড়া, কিছু শুকনো পাতায় মোড়া। অবাক মেনে বলি আপন মনে, তাজা ফুলের পাশে শুকনো পাতা কেন আসে! নিজের মাঝে তুচ্ছ পাতা কী গুণ ধরে, যাতে ফুলের সাজে ফুলের সঙ্গ পেতে পারে! শুকনো পাতা কাঁদে আর বলে, আমি না হয় তুচ্ছ, তুমি কেন অবুঝ হলে? জ্ঞানীদের নীতিকথা ভুলে গেলে? ভদ্র যারা সঙ্গীকে ভুলে না তারা? মানি, ফুলের সৌন্দর্য-সুবাস নেই আমার অঙ্গে, তবু কি ছিলাম না আমি বাগানে ফুলের সঙ্গে?

তাই তো! তাই তো! শুকনো পাতার কথা সত্য তো! মহান দয়াময়ের বান্দা আমিও তো! তাঁরই নিরন্তর দানে ও দয়ায় প্রতিপালিত! কোন গুণ ও যোগ্যতা আমার আছে বা নেই, পাবো তাঁর দয়া ও করুণার ছায়া, আশা এই। জানি, আমল-বন্দেগির নেই পাথেয়-পূজি, তাই তো তাঁর দয়া ও করুণার আশ্রয় খুঁজি! অভাগা বান্দার যখন কোন আশা-ভরসা থাকে না, দয়াময়ের দয়াই তখন তার শেষ ঠিকানা! মালিক যখন আযাদ করেন, বুড়ো নাচার গোলাম বেছে নেন। মানুষের সমাজে যুগ যুগের এই তো রীতি, তুমিও যেন তাই করো দয়াময়, এই মিনতি। বুড়ো সা‘দীকে হে মহান বিশ্বপালক, করো মাফ এবং গোনাহ থেকে করে দাও পাক-ছাফ। হে পাপী, ছাড়ো পাপ, চলো তাঁর সন্তুষ্টির পথে, আনুগত্যের সম্পর্ক করো শুধু খোদার সাথে। বড় দুর্ভাগা যে ছেড়ে যায় এ দুয়ার, আর কোন দুয়ার পাবে না সে আশ্রয় নেয়ার।

শিক্ষা- নিজের তুচ্ছতা এবং গোনাহের আধিক্যের কারণে হতাশ ও নিরাশ হওয়া উচিত নয়। কারণ দয়া ও করুণাই হলো আল্লাহ তা‘আলার শান।