ট্রাম্পের হুমকি - টেসলা ও স্পেসএক্সের সরকারি সহায়তা বন্ধ হতে পারে

হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে দ্বন্দ্ব আরও গভীর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেসলা ও স্পেসএক্সসহ মাস্কের প্রতিষ্ঠানগুলোকে দেওয়া শত শত কোটি ডলারের সরকারি ভর্তুকি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘মাস্ক ক্ষুব্ধ, কারণ তার ইভি সুবিধা উঠিয়ে নেওয়া হচ্ছে। তবে ও আরও অনেক কিছু হারাতে পারে।’ ট্রাম্পের এই মন্তব্যের পরপরই টেসলার শেয়ারের দর ৫ শতাংশের বেশি পড়ে যায়।
ট্রাম্পের হুমকি এমন এক সময় এলো, যখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে মাত্র এক ভোটের ব্যবধানে (৫১-৫০) একটি নতুন কর বিল পাস হয়েছে। বিলটি পাস হলে বৈদ্যুতিক গাড়ি কেনায় ৭,৫০০ ডলারের করছাড় সুবিধা বাতিল হতে পারে—যা টেসলার মতো প্রতিষ্ঠানের জন্য বড় ধাক্কা হবে।
মাস্কের জবাব: “সব ভর্তুকি বন্ধ করে দাও, এখনই”
মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) নিজের অবস্থান পরিষ্কার করে লেখেন, ‘সব ভর্তুকি বন্ধ করে দাও, এখনই।’ পরে তিনি আরও যোগ করেন, ‘আমি চাইলে আরও কঠিন জবাব দিতে পারি, কিন্তু আপাতত সংযত থাকছি।’
রাজনীতির মাঠেও দ্বন্দ্ব তীব্র হচ্ছে
মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন এবং কর বিলকে সমর্থন দেওয়া আইনপ্রণেতাদের নির্বাচনে হারাতে নিজের অর্থ ব্যয় করবেন। রিপাবলিকানদের আশঙ্কা, ট্রাম্প-মাস্ক দ্বন্দ্ব ২০২৬ সালের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ট্রাম্পের ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’ মাস্কের প্রতিষ্ঠানগুলোর সরকারি সুবিধা পর্যালোচনা করে দেখবে।
টেসলার সামনে নতুন চ্যালেঞ্জ
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মাস্কের সমালোচনার জবাবে বলেন, ‘দেশের আর্থিক বিষয় আমি দেখছি।’
টেসলার রোবোট্যাক্সি প্রকল্প, ফেডারেল করছাড় সুবিধা, এমনকি গাড়ির নকশার অনুমোদনের মতো বিষয়গুলো এখন বড় অনিশ্চয়তার মুখে। জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, করছাড় বাতিল হলে টেসলার পরিচালন মুনাফা প্রায় ১৭ শতাংশ হ্রাস পেতে পারে।
এছাড়া স্পেসএক্স বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রায় ২২ বিলিয়ন ডলারের বিভিন্ন মহাকাশচুক্তিতে রয়েছে, যেগুলোও এখন প্রশ্নের মুখে পড়তে পারে।
অতীতের সম্পর্ক, বর্তমানের সংঘর্ষ
একসময় ট্রাম্প ও মাস্কের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাস্ক সরকারি ব্যয় কমানোর পক্ষে থাকলেও, কর ছাড়সহ পরিবেশবান্ধব প্রযুক্তিতে তার কোম্পানিগুলো বিপুল পরিমাণ ভর্তুকি পেয়েছে। ট্রাম্প এবার সেই সুবিধাগুলো কাটছাঁট করার হুমকি দিয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নে ট্রাম্প রসিকভাবে বলেন, ‘ডিওজিই হলো সেই দানব, যা ফিরে গিয়ে ইলনকেই খেয়ে ফেলতে পারে।’
অন্যদিকে, টেসলা বিনিয়োগকারী গ্যারি ব্ল্যাক শেয়ার বিক্রি করে দিয়ে জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতা এবং বিক্রি কমার কারণে টেসলার ভবিষ্যৎ নিয়ে তিনি শঙ্কিত।
বিশ্লেষকেরা বলছেন, মাস্কের ডানপন্থী রাজনৈতিক অবস্থান বিশ্ববাজারে টেসলার ব্র্যান্ড ইমেজের জন্য হুমকি হয়ে উঠছে।