উত্তর গাজায় ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে ফের প্রাণ হারিয়েছেন এক ইসরায়েলি সেনা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন সেনাসদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) বুধবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত সেনার নাম সার্জেন্ট ইয়ানিভ মিখালোভিচ। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর সপ্তম সাঁজোয়া বিগ্রেডের ৮২ নম্বর ব্রিগেডের একজন ট্যাংক ক্রু ছিলেন। প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজার উত্তরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর হামলায় তিনি নিহত হন। ওই হামলায় তার ইউনিটের একজন ট্যাংক কমান্ডার এবং আরও এক সেনা গুরুতর আহত হয়েছেন।
এর বাইরে, একটি আলাদা হামলায় আরও একজন ইসরায়েলি সেনা গুরুতরভাবে আহত হন। তিনি ছিলেন এলিট কমান্ডো ব্রিগেডের ‘ইগোজ ইউনিট’-এর সদস্য।
সকল আহত সেনাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবারগুলোকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক আক্রমণের পর ইসরায়েল গাজায় যে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৮৮১ জন ইসরায়েলি সেনা।
এর আগে ৩০ জুন ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান নিউজ’ জানায়, এই সংঘর্ষে মোট ৮৮০ জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও ৫,৮৪৪ জন আহত হয়েছেন। আজকের ঘটনায় মৃতের সংখ্যা আরও একজন বেড়ে দাঁড়াল ৮৮১-তে।
গাজার উত্তরাঞ্চলসহ বিভিন্ন অংশে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিনিয়ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণের মুখে পড়ছে। প্রতিদিনই ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সামরিক ও কূটনৈতিক পর্যায়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও মাঠে সংঘর্ষের মাত্রা কমছে না।