আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ ঘোষণা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামী ৬ জুলাই পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া তাজিয়া মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ যেকোনো প্রকার হানিকর অস্ত্র বা সরঞ্জাম বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া আতশবাজি ও পটকা ফোটানোও মিছিলে নিষিদ্ধ থাকবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে কিছু ব্যক্তি তাজিয়া মিছিলে এসব অস্ত্র বহন করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছেন, যা ধর্মপ্রাণ ও নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করেছে এবং জননিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ হয়েছে।
মহররম মাসের পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।