হত্যা ও প্রতারণার মামলায় ফের গ্রেপ্তার ই-অরেঞ্জের শীর্ষ কর্মকর্তা

ই-অরেঞ্জ বিডির সিওও আমান উল্লাহ। ছবি: সংগৃহীত
ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জ বিডির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ জুন) বিকালে তিনি বিদেশে পালানোর চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশের হাতে আটক হন।
গ্রেপ্তারের পরপরই তাকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি তাসলিমা। তিনি জানান, আমান উল্লাহ এই মামলার এজাহারনামীয় আসামি। তবে মামলাটি 'জুলাই আন্দোলনের' প্রেক্ষিতে করা হয়েছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
আমান উল্লাহকে আটকের পরপরই বিভিন্ন পক্ষ তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, তবে বিপুল সংখ্যক গ্রাহকের চাপ ও ক্ষোভের মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়।
ই-অরেঞ্জ বিডির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। এর আগেও ২০২১ সালের ১৮ আগস্ট প্রতারণার অভিযোগে গুলশান থানা পুলিশ আমান উল্লাহকে গ্রেপ্তার করেছিল।
সে সময় ই-অরেঞ্জের মালিক ও গুলশান থানার তৎকালীন তদন্ত পরিদর্শক সোহেল রানা ভারতে পালিয়ে যান। তার বোন সোনিয়া মেহজাবিন ও ভগ্নিপতি মাসুকুর রহমানসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত।
প্রতারণার শিকার গ্রাহক মো. তাহেরুল ইসলাম সেসময় আদালতে মামলা করে অভিযোগ করেন যে, ই-অরেঞ্জের মাধ্যমে ১,১০০ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে। ওই মামলায় সোনিয়া, মাসুকুর এবং আমান উল্লাহসহ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো হয়।
গ্রাহকদের বিনিয়োগের টাকা ফেরত না দিয়ে সময়ক্ষেপণ, মিথ্যা প্রতিশ্রুতি এবং বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ই-অরেঞ্জ বিডি ইতোমধ্যেই দেশের অন্যতম আলোচিত ই-কমার্স কেলেঙ্কারিতে পরিণত হয়েছে।