রোববার ১১ মে ২০২৫, বৈশাখ ২৮ ১৪৩২, ১৩ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

শ্রীনগরজুড়ে বিস্ফোরণ, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওমর আব্দুল্লাহর উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ ‘চলবে’, শনিবার গণজমায়েত ড্রোন যুদ্ধ: ভারত-পাকিস্তান বিরোধের নতুন অধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা ‘আপ বাংলাদেশ’–এর আত্মপ্রকাশ পূর্বঘোষণা ছাড়া ভারত সফরে সৌদি প্রতিমন্ত্রী, পাকিস্তান-ভারত উত্তেজনায় কূটনৈতিক তৎপরতা তুঙ্গে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি নাহিদ ইসলামের দেশীয় ওষুধ কোম্পানি রেনাটাকে ৭০০ কোটি টাকা ঋণ দিচ্ছে আইএফসি তারেক রহমান: সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশত্যাগে সহায়তা করছে জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের নির্দেশে ৪ বাংলাদেশি টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ

প্রযুক্তি

ইতিহাস গড়ল ভারত, চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণ

 প্রকাশিত: ২০:০৭, ২৩ আগস্ট ২০২৩

ইতিহাস গড়ল ভারত, চন্দ্রযান-৩ এর চাঁদে অবতরণ

চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত। তাদের মহাকাশযান চন্দ্রযান-৩ সব শঙ্কা কাটিয়ে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে। আজ বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুর এক রহস্যময় স্থানে অবতরণ করে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার 'বিক্রম'। চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখাল ভারত।

এর আগে কেবল সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের বুকে সফলভাবে নভোযান অবতরণ করাতে পেরেছে।

একটি দিক দিয়ে অবশ্য ভারত 'প্রথম' এর গর্বে গর্বিত। চাঁদের রহস্যে ঘেরা দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রাখল তারা। ঐতিহাসিক এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত সরাসরি সম্প্রচার করছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো।

রাশিয়া ভারতের কাছাকাছি সময়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের জন্য লুনা-২৫ নামে একটি মহাকাশযান পাঠায়। কিন্তু সেটি গত শনিবার চাঁদে বিদ্ধস্ত হয়। ব্যর্থ হয় ৪৭ বছর পর শুরু করা রাশিয়ার প্রথম চন্দ্রাভিযান। 

এর আগে অবশ্য ভারতও ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে চন্দ্রযান-২ পাঠিয়েছিল তারা। কিন্তু সেই মিশন ব্যর্থ হয়েছিল। 

গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। এর ল্যান্ডারের নাম 'বিক্রম', রোভারের নাম 'প্রজ্ঞান'। রোভারটি চাঁদের বুকে ঘুরে গবেষণা চালাবে।