আইপিএলে মোস্তাফিজ ও পিএসএলে সাকিবের খেলা কবে

আইপিএল ও পিএসএলে মাঠে নামার প্রস্তুতিতে সাকিব ও মোস্তাফিজ – দুই তারকার সামনে প্লে-অফের লড়াই।
মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান অনাপত্তিপত্র পেয়ে গেছেন। এখন শুধু দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পেলেই আইপিএলে দেখা যাবে মোস্তাফিজকে। মিচেল স্টার্কের সরে দাঁড়ানোর পর দিল্লির একমাত্র বাঁহাতি পেসার হিসেবে মোস্তাফিজের খেলার সম্ভাবনাই বেশি।
দিল্লি ক্যাপিটালসের গ্রুপ পর্বে বাকি রয়েছে তিনটি ম্যাচ। এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে রয়েছে। বাকি তিন ম্যাচ জিতলে প্লে-অফে উঠবে কোনো জটিল সমীকরণ ছাড়াই। তাই দিল্লির জন্য প্রতিটি ম্যাচই এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, সাকিব আল হাসানের দল লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বে রয়েছে আর মাত্র একটি ম্যাচ। ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনালের মতো—জিতলে প্লে-অফ নিশ্চিত, হারলে বাদ।
সাকিবের আপাতত একটি ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও লাহোর প্লে-অফে উঠলে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। একইভাবে মোস্তাফিজের ম্যাচ সংখ্যাও বাড়তে পারে, তবে সামনে পাকিস্তান সিরিজ থাকায় বিসিবি তাঁর অনাপত্তিপত্রের মেয়াদ বাড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
মোস্তাফিজের আইপিএল ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১। আর সাকিবের পিএসএল ম্যাচ দেখা যাবে নাগরিক টিভি ও পিটিভি স্পোর্টসে।