ডিএনসিসির সুপারভাইজারকে ঘুষ নেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

ঘুষ নেওয়ার ভিডিও - ডিএনসিসির সুপারভাইজারকে নোটিশ
ট্রেড লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় ঘুষ নেওয়ার ভিডিও ফাঁসের ঘটনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩–এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার শেখ শওকত হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার অঞ্চল-৩–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, শওকত হোসেন সেবাগ্রহীতাদের জিম্মি করে অর্থ আদায় করছেন—এমন ভিডিও ফুটেজ গণমাধ্যম ও অভিযোগকারীদের কাছ থেকে পাওয়া গেছে। প্রয়োজন হলে ওই ভিডিও তাঁকে দেখানো হবে।
নোটিশে আরও বলা হয়, শওকতের কক্ষের জানালায় কাগজ লাগানো থাকায় সিসি ক্যামেরায় তাঁর কর্মকাণ্ড দেখা যায় না। পূর্বে এ বিষয়ে সতর্ক করা হলেও তিনি নির্দেশনা মানেননি। এছাড়া তিনি দপ্তরের শৃঙ্খলা ভেঙে ব্যক্তিগত সহকারী হিসেবে অফিস সহায়ককে ব্যবহার করছেন, যা সিটি করপোরেশনের চাকরি বিধিমালার পরিপন্থী।
এই অনিয়মের কারণে ডিএনসিসির সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়ছেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক বলেন, “ঘুষ লেনদেনের একটি ভিডিও আমাদের কাছে আছে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় নোটিশ দেওয়া হয়েছে। ব্যাখ্যার ভিত্তিতে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার বিষয়ে শেখ শওকত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লেখ্য, তিনি ডিএনসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসভাপতি এবং বর্তমানে অঞ্চল-৩–এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজারের অতিরিক্ত দায়িত্বে আছেন।