মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, কার্তিক ৭ ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

ব্রেকিং

বঙ্গভবনের সামনে অবস্থান: পদ ছাড়তে রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টা রাষ্ট্রপতির পদত্যাগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা জনগণ যেন কুয়াশার মধ্যে আছে: রিজভী নভেম্বরে সেন্টমার্টিনে রাত্রিযাপন নয়, ফেব্রুয়ারিতে যাত্রা বন্ধ বেতন না দিয়ে কারখানা বন্ধ,আশুলিয়ায় দুদিনের বিক্ষোভে ভোগান্তি চরমে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রুল শুনানি ৩০ অক্টোবর বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারিতে: স্বরাষ্ট্র উপদেষ্টা আন্দোলনে নিহতদের পরিবার-আহতদের ক্ষতিপূরণ দিতে রুল পর্যটন দ্বীপ মনপুরাকে রক্ষায় ১ হাজার ১৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ ‘নাশতা নিয়ে হইচই করায়’ অব্যাহতি ২৫২ জন ক্যাডেট এসআইকে নিবন্ধন ফিরে পাওয়ার পথে এক ধাপ এগোল জামায়াত ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে লিবিয়া থেকে ফিরলেন ১৫৭ বাংলাদেশি

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিমতীরের স্বাস্থ্য সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

 প্রকাশিত: ২০:৩১, ১৫ জুন ২০২৪

অধিকৃত পশ্চিমতীরের স্বাস্থ্য সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অধিকৃত পশ্চিমতীরের ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

সংস্থাটি শুক্রবার এক বিবৃতিতে পশ্চিমতীরে অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য সেবার সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলছে, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে ১০ জুন পর্যন্ত পূর্ব জেরুজালেমসহ পশ্চিমতীরে সহিংসতা বেড়ে যাওয়ায় ৫২১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের মধ্যে ১২৬ শিশু রয়েছে।

তবে ফিলিস্তিনী কর্মকর্তারা বলছেন, নিহতের সংখ্যা মূলত ৫৪৫ এবং পাঁচ হাজার দ’ুশোরও বেশি লোক আহত হয়েছে। এদের মধ্যে আটশ’ শিশু রয়েছে।

ইসরায়েল ১৯৬৭ সালে পশ্চিমতীর দখল করে। গত এক বছরেরও বেশি সময় ধরে পশ্চিমতীরে সহিংসতা চলছে। গাজা যুদ্ধ শুরুর পর তা আরো বেড়েছে। প্রায়ই সময়ই ইসরায়েল স্বাস্থ্য কেন্দ্রের ওপর হামলা চালায় বলে সংস্থাটি জানিয়েছে।

জাতিসংঘ সংস্থাটি আরো বলেছে, গত ৭ অক্টোবর থেকে ২৮ মে পর্যন্ত এই ধরনের ৪৮০টি হামলা চালিয়েছে ইসরায়েল।