শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

পবিত্র মক্কায় প্রতিবন্ধী হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা

 প্রকাশিত: ১২:১৯, ১৭ সেপ্টেম্বর ২০২৩

পবিত্র মক্কায় প্রতিবন্ধী হাজিদের জন্য বিশেষ ব্যবস্থা

মক্কার পবিত্র মসজিদুল হারামে শারীরিকভ প্রতিবন্ধীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। সালাত, তাওয়াফসহ অন্যান্য কার্যক্রম স্বাচ্ছন্দ্যে পালন নিশ্চিত করতে তাদের জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

গত ১৩ সেপ্টেম্বর প্রতিবন্ধী হাজিদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববী বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ বিভাগ।

সালাতের নির্ধারিত স্থান : পবিত্র মসজিদুল হারামে প্রতিবন্ধী মুসল্লিদের জন্য নির্ধারিত স্থান রয়েছে। এসব স্থান মসজিদে প্রবেশের দরজার পাশেই রয়েছে। যেন তাঁরা নির্ধারিত স্থানে সহজেই পৌঁছতে পারেন।

এখানে রয়েছে জমজম পানি, ব্রেইল পদ্ধতিতে লেখা পবিত্র কোরআনের কপি, অন্ধের লাঠি, তায়াম্মুমের উপকরণ, ইশারা ভাষার সহযোগী, বিভিন্ন ভাষার অনুবাদকসহ মুসল্লিদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা । প্রতি নামাজের আগে ও পরে এসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করা হয়।

বিশেষ যান চলাচলের পথ : পবিত্র মসজিদুল হারামের ভেতরে হস্তচালিত বিশেষ যানের নির্ধারিত আটটি প্রধান পথ রয়েছে। আজাদ ব্রিজ, শুবাইকা ব্রিজ ও মারওয়া প্রান্তে যাওয়ার পথে এর ব্যবস্থা রয়েছে।

তা ছাড়া তাদের চলাচলের জন্য এস্কেলেটর ও লিফট রয়েছে। নামাজের স্থানে তাদের চলাচলের স্থানগুলো চিহ্নিত করে রাখা হয়েছে। র‌্যাম্প সুবিধাসম্বলিত ৮ দরজা : পবিত্র মসজিদুল হারামে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে দৃষ্টিপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য বিশেষ পথের ব্যবস্থা রয়েছে। এসব স্থানে ব্রেইল ভাষায় লেখা নির্দেশক চিহ্ন রয়েছে। র‌্যাম্প সুবিধাসম্বলিত ৮টি দরজা দিয়ে তারা চলাচল করতে পারতেন।

আজিয়াদ, আল-শুবাইকা, আল-মারওয়া ও আল-আরকাম ব্রিজের দরজাগুলোতে এ পথের ব্যবস্থা রয়েছে। পূর্ব চত্বরে ফ্রিকোয়েন্সি পরিবহন : পবিত্র মসজিদুল হারামের পূর্ব চত্বরে প্রতিবন্ধী ও বয়স্ক মুসল্লিদের জন্য ফ্রিকোয়েন্সি পরিবহনের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে তারা খুব সহজে পবিত্র মসজিদ প্রাঙ্গণে প্রবেশ ও বের হতে পারেন।

 

Online_News_portal_24