শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পকে নিজের নোবেল দিলেন মাচাদো ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় জ্বর নিয়ে ২১ জনের মৃত্যু

 আপডেট: ১১:০৮, ১৪ মে ২০২২

উত্তর কোরিয়ায় জ্বর নিয়ে ২১ জনের মৃত্যু

সারা বিশ্ব যখন করোনাভাইরাসে ভয়াবহ আকারে ভূগেছে উত্তর কোরিয়া তখন সীমান্ত বন্ধ করে দিয়ে বাঁচার চেষ্টা করেছে। কতোটা বাঁচতে পেরেছে তা কেবল তারা জানে। তবে এবার যে তারা বিপাকে পড়েছে তা বোঝাই যাচ্ছে। আজ শনিবার উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের দেশে জ্বরের উপসর্গ নিয়ে আরো ২১ জন মারা গেছে। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

বৃহস্পতিবার প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় একজনের শরীরে করোনা ধরা পড়ার খবর আসে। সেদিনই উত্তর কোরিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। কঠোর লকডাউন দেওয়া হয় সারা দেশে। পরের দিন মানে গতকাল শুক্রবার প্রথমবারের মতো করোনায় দেশটিতে কারো মৃত্যুর খবর আসে।

তবে দেশটিতে এক ধরনের জ্বর ছড়িয়ে পড়েছে। যা তারা আগে থেকে নির্ণয় করতে
পারেনি। 

কেসিএনএ জানিয়েছে, ‘১৩ মে দেশজুড়ে ১ লাখ ৭৪ হাজার ৪৪০ জনের জ্বরের খবর পাওয়া গেছে। এর মধ্যে ৮১,৪৩০ জন সুস্থ হয়েছেন। ২১ জন মারা গেছেন।’ 

নির্দিষ্ট করে জানানো হয়নি এই যে মারা গেছেন যারা তাদের মধ্যে করোনা রোগী কয়জন বা আদৌ করোনায় তাদের কেউ মারা গেছেন কি না। আগের দিন যেমন ৬ জনের মৃত্যুর খবরের সঙ্গে একজনের করোনায় মারা যাওয়ার খবর দেওয়া হয়েছিল। 

কেসিএন আরো জানিয়েছে, ‘দেশজুড়ে অসুস্থ মানুষের মোট সংখ্যা ছিল ৫২৪,৪৪০। এর মধ্যে ২৩৪,৬৩০ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ২৮৮,৮১০ জন চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৭।’ 

উত্তর কোরিয়া তাদের জনগণকে কোভিড-১৯ এর কোনো টিকা দেয়নি। গত বছর চীনের তৈরি সিনোভ্যাক টিকা এবং অ্যাস্ট্রাজেনেকার ডোজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দেশটি দুই প্রস্তাবই প্রত্যাখ্যান করে।