বৃহস্পতিবার ০৬ নভেম্বর ২০২৫, কার্তিক ২২ ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

জনসংযোগের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ পাঁচ ব্যাংক অকার্যকর ঘোষণা, ভেঙে দেওয়া হলো পর্ষদ মূল্যস্ফীতি কমে ৮.১৭%, ৩৯ মাসের সর্বনিম্ন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১০ মৃত্যু মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা সিআরআই জালিয়াতি : জয়, পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা পদ ছেড়ে ভোট করবো: অ্যাটর্নি জেনারেল এনসিপি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে: নাহিদ ইসলাম নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল ভাল্লুকের আক্রমণের পর সেনা মোতায়েন করল জাপান চীনকে লক্ষ্য করে ফেন্টানাইল-সম্পর্কিত শুল্ক কমানোর আদেশে ট্রাম্পের স্বাক্ষর চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত খাগড়াছড়ির মহালছড়ি বাজারে আগুনে পুড়ল ২৩ দোকান বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ রামপালে বিএনপি’র সভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন কর্মী নিহত যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি টাইফুন কালমায়েগির তাণ্ডব, ফিলিপিন্সে অর্ধ শতাধিক মৃত্যু

অর্থনীতি

শিল্পাঞ্চল স্বাভাবিক, কর্মচঞ্চল আশুলিয়া

 প্রকাশিত: ১৩:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিল্পাঞ্চল স্বাভাবিক, কর্মচঞ্চল আশুলিয়া

দীর্ঘ দুই সপ্তাহেরও বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান অস্থিরতার অবসান হয়েছে। আজ কর্মচঞ্চলতা ফিরেছে শিল্পাঞ্চলে।

মাত্র ২২টি পোশাক কারখানা বাদে সব পোশাক কারখানায় আনন্দমুখর পরিবেশে উৎপাদন করছেন পোশাক শ্রমিকরা।  

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।  

খোঁজ নিয়ে জানা যায়, শ্রমিক অসন্তোষ চলাকালীন গত সপ্তাহের বিভিন্ন সময় সর্বোচ্চ ৮৬ টি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় ১৩৩ টি পোশাক কারখানা। যার মধ্যে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছে প্রায় সকল কারখানা। এই ধারায় বন্ধ রয়েছে মাত্র ১৬ টি কারখানা। এছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা ১৩৩ পোশাক কারখানার মধ্যে ১২৭ টি পোশাক কারখানায় চলছে পুরোদমে উৎপাদন। আজ মাত্র ছয়টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।  

শিল্প পুলিশের এক কর্মকর্তা বলেন, আজ শিল্পাঞ্চলে কর্মচঞ্চলতা ফিরে এসেছে। প্রায় সকল কারখানায় উৎপাদন চলছে। তবে আজও ১৬ টি কারখানা বন্ধ রয়েছে, যা গত সপ্তাহের বিভিন্ন সময় বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। এসব কারখানাগুলোতেও দ্রুত উৎপাদন শুরু হবে।  

শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, কারখানা খুলে দিতে আমরা বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি। এছাড়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

শিল্পাঞ্চলের নিরাপত্তায় বিভিন্ন কারখানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।