আদালত চত্বরে ‘কোর্ট সিকিউরিটি বাহিনী’ গঠনের রুল জারি হাইকোর্টে

সুপ্রিম কোর্টসহ দেশের সব ট্রাইব্যুনাল ও অধস্তন আদালত চত্বরের নিরাপত্তা নিশ্চিতে ‘কোর্ট সিকিউরিটি (সিএফ)’ নামে বিচার বিভাগের অধীন একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠনের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (৩০ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।
রুলে বলা হয়েছে, আদালতের নিরাপত্তা জোরদার ও শঙ্কামুক্ত পরিবেশে বিচারকার্য পরিচালনার স্বার্থে কারারক্ষীদের মতো পৃথকভাবে আদালতরক্ষী বা কোর্ট সিকিউরিটি বাহিনী গঠন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়েছে।
এ বিষয়ে দায়ের করা রিট আবেদনের শুনানিতে রিটকারী নরসিংদী জেলার বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
রিটটি দায়ের করা হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়।
হাইকোর্ট রুলে বিবাদীদের প্রতি নির্দেশ দিয়েছেন, চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে লিখিত জবাব দিতে হবে।
রিটকারীর মতে, আদালত চত্বরে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিচার বিভাগের নিজস্ব নিয়ন্ত্রণাধীন একটি বিশেষ বাহিনী থাকা জরুরি। বর্তমানে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হওয়ায় কিছু ক্ষেত্রে তা পর্যাপ্ত বা তৎপর নয় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চূড়ান্ত শুনানিতে হাইকোর্টের পরবর্তী সিদ্ধান্ত দেশব্যাপী আদালত নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশক হতে পারে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা।