সস্ত্রীক রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জানালেন জার্মান রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অখিম ট্রস্টার এক ব্যতিক্রমী পদ্ধতিতে বাংলাদেশের মানুষের প্রতি বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার (৩০ জুন) তিনি রিকশা চালিয়ে এবং তাতে স্ত্রীকে বসিয়ে এই শুভেচ্ছা জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রদূত অখিম ট্রস্টার লুঙ্গি পরে, মাথায় গামছা বেঁধে রিকশা চালাচ্ছেন। রিকশার যাত্রী হিসেবে ছিলেন তার স্ত্রী। পুরো দৃশ্যটিতে উঠে আসে একধরনের আন্তরিকতা ও সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, যা কূটনৈতিক অঙ্গনের বাইরে গিয়ে মানবিক এক বার্তা পৌঁছে দেয়।
শুভেচ্ছা বার্তায় অখিম ট্রস্টার বলেন, “বাংলাদেশে চার বছর খুব চমৎকার সময় কাটানোর পর ঢাকা থেকে বিদায় নিচ্ছি। বার্লিন থেকে ঢাকা মাত্র সাত হাজার কিলোমিটার দূরে। আমি আশা করছি, শীত মৌসুম নাগাদ সেখানে পৌঁছে যাব।”
তার এই রিকশা চালানো এবং লুঙ্গি-গামছা পরিধান করে বিদায়ী শুভেচ্ছা জানানোর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই এটিকে বাংলাদেশের সংস্কৃতির প্রতি তার সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে দেখছেন।
অখিম ট্রস্টার ২০২১ সালে জার্মান রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে যোগ দেন এবং তার এই চার বছরের কূটনৈতিক মেয়াদকালে দ্বিপাক্ষিক সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।